আইরিন হক, বেনাপোল (যশোর): যশোরে ৫টি স্বর্ণের বারসহ আফসার আলী (৪৫) নামে একজনকে আটক করেছে বিজিবি। আজ দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আফসার আলী সাতক্ষীরার কলারোয়া উপজেলার জিকরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবির একটি টহলদল গোঁপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এসময় সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আফসার আলীকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৫টি স্বর্ণের বার পাওয়া যায়।
আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে কলারোয়া হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলো। সে আরো জানায় ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৯৭ লাখ ৫৪ হাজার ৫৬ টাকা। আটককৃত আসামীকে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।।