শিরোনাম
◈ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল ◈ সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন ◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’ ◈ আগস্টের পর থেকে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে: ফরহাদ মজহার ◈ নতুন অভিবাসন নীতি: আমেরিকা-বিরোধী মানসিকতা প্রমাণ হলে ভিসা বাতিল ◈ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ ◈ পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ ◈ চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি ◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএ‌লে চিটাগাং কিংসের সাথে সমঝোতা চুক্তি বাতিল বিসিবির, সুদে-আসলে পাওনা ৪৬ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন মালিক এস.কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড-এর সঙ্গে করা সমঝোতা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে। বোর্ড এখন বিপিএলের কয়েকটি আসরের বকেয়া ৩,৭৮২,১৫৬.১৬ মার্কিন ডলার (প্রায় ৪৬ কোটি টাকা) আদায়ে আইনি পদক্ষেপ নিচ্ছে। --- ডেই‌লি ক্রিকেট

বিসিবির বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২০১২ ও ২০১৩ সালের প্রথম দুই বিপিএল আসরে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে আইনি ও আর্থিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে অপরিশোধিত ফ্র্যাঞ্চাইজি ফি, কর, খেলোয়াড় ও স্টাফদের বেতন। বোর্ড বলেছে, দীর্ঘ বছর ধরে একাধিক নোটিশ ও স্মারকলিপি পাঠানো হলেও কোনো সমাধান হয়নি।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি হয়, কিন্তু এস.কিউ. স্পোর্টস কোনো অর্থ প্রদান না করায় চুক্তি ভেঙে যায়। ফলস্বরূপ ২০২৫ সালের ২২ জুলাই বিসিবি আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করে এবং ৩,৭৮২,১৫৬.১৬ ডলারের নতুন দাবি দায়ের করে। এতে মূল বকেয়া ১,৫৫০,০৬৪ ডলার এবং ২০১২–২০২৫ সালের সুদ ২,২৩২,০৯২.১৬ ডলার অন্তর্ভুক্ত।

বিসিবি জানিয়েছে, এই পরিমাণে ফ্র্যাঞ্চাইজির পক্ষে বোর্ডের করা পরিশোধ, টাকার মূল্যহ্রাসের প্রভাব এবং অন্যান্য আর্থিক বিষয়ও অন্তর্ভুক্ত। সর্বশেষ আইনি নোটিশ অনুযায়ী, প্রতিষ্ঠানটি আর পূর্বের মতো ৩ কোটি ৫০ লাখ টাকা দিয়ে সমঝোতা করার সুযোগ নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ১১তম বিপিএলের ক্ষেত্রে এস.কিউ. স্পোর্টস খেলোয়াড়, কোচ, হোটেল ও সরবরাহকারীদের বকেয়া অর্থও পরিশোধ করেনি। বোর্ড জানিয়েছে, বকেয়া আদায়ে তারা সব সম্ভাব্য আইনি পদক্ষেপ অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়