শিরোনাম
◈ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল ◈ সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন ◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’ ◈ আগস্টের পর থেকে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে: ফরহাদ মজহার ◈ নতুন অভিবাসন নীতি: আমেরিকা-বিরোধী মানসিকতা প্রমাণ হলে ভিসা বাতিল ◈ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ ◈ পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ ◈ চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি ◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০১:১০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেভিসের সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে হা‌রি‌য়ে সিরিজ সমতায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রেলিয়ার ‌বোলার‌দের কা‌ছে দ্রুত টপ-অর্ডারদের হারিয়ে চাপেই পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে সেই ধাক্কা কাটিয়ে বিশাল সংগ্রহ করে প্রোটিয়ারা। এরপর পেসারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে সফরকারীরা।

মঙ্গলবার ডারউইনে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২১৮ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৪ বল আগে ১৬৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। স্বাগতিকরা তাদের শেষ ৫ উইকেট হারায় মাত্র ১৮ রানে।

ক্যারিয়ারের নবম টি-টোয়েন্টি খেলতে নামা ব্রেভিস অপরাজিত থাকেন ১২৫ রানে। দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২২ বছর বয়সী এই ব্যাটার পেছনে ফেলেন ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রান করা ফাফ ডু প্লেসিকে। ব্রেভিস তার ৫৬ বলের ইনিংসটি সাজান ১২ চার ও ৮ ছক্কায়।

এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটনের উদ্বোধনী জুটি থেকে দক্ষিণ আফ্রিকার খাতায় যোগ হয় ৩৪ রান। চতুর্থ ওভারের তৃতীয় বলে রিকেলটনকে (১৮) ফিরিয়ে এই জুটি ভাঙেন বেন ডোয়ার্শিস। পরের ওভারে অধিনায়ক মারক্রামকে (১৪) তুলে নেন গ্লেন ম্যাক্সওয়েল। এই অফস্পিনারের ওভারে জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (১০)। ম্যাক্সওয়েলের বলেই স্টাম্পিং হয়ে ফেরেন তিনি।

৫৭ রানে ৩ উইকেট হারানোর পর ট্রিস্ট্যান স্টাবসকে অপরপ্রান্তে রেখে স্বাগতিকদের ওপর তাণ্ডব চালান ব্রেভিস। একের পর এক চার-ছক্কায় সেঞ্চুরি তুলে নেন ৪১ বলে। প্রোটিয়াদের হয়ে টি-টুয়েন্টিতে এটি দ্বিতীয় দ্রুততম শতক।

সঙ্গী তিন অঙ্ক ছোঁয়ার পর হাত খুলে খেলতে শুরু করেন স্টাবস। তবে ৩১ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে ৫৭ বলে ১২৬ রানের জুটি ভাঙেন অ্যাডাম জ্যাম্পা। ব্রেভিস ছাড়া পরের ব্যাটাররা আর ঝড় তুলতে না পারায় ২২০ এর আগে থামে প্রোটিয়াদের ইনিংস।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ২৯ রানের ভেতর ট্র্যাভিস হেড (৫) ও ক্যামেরন গ্রিনকে (৯) হারিয়ে চাপে পড়ে তারা। তবে টিম ডেভিডকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান মিচেল মার্শ (২২)। চতুর্থ উইকেটে ২২ বলে এই দুই ব্যাটার যোগ করেন ৪৮ রান।

ডেভিডের তাণ্ডবে ১০ ওভারের আগেই একশ পার করে অস্ট্রেলিয়া। তবে ৫০ রান করে ডানহাতি এই ব্যাটার সাজঘরে ফিরতেই ভেঙে পড়ে পুরো ব্যাটিং-অর্ডার। পরের ব্যাটারদের মধ্যে অ্যালেক্স ক্যারি (২৬) ছাড়া আর কেউ কার্যকর ইনিংস খেলতে না পারায় ১৭ ওভার ৪ বলে অলআউট হয় স্বাগতিকরা। ৩টি করে উইকেট নেন কোয়েনা মাফাকা ও কর্বিন বোশ। আগামী শনিবার কেইর্ন্সে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়