স্পোর্টস ডেস্ক : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাক ক্রিকেটার। জানা গেছে, অপরাধ সংগঠিত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের ব্যাটার হায়দার আলিকে।
ব্রিটেনের আদালত অন্তর্বর্তী জামিন দিলেও অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২৪ বছরের ক্রিকেটারকে সাসপেন্ড রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এটা ঘটনা, হায়দারকে একাধিকবার জিজ্ঞাসা করেছেন তদন্তকারীরা। পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন হায়দার। পিসিবি সূত্রে খবর, সে সময় তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। তবে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ বা পিসিবি সরকারি ভাবে ধর্ষণের কথা জানায়নি। গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আমরা ২৪ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি।
গত ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারের একটা বাড়িতে তিনি অপরাধ সংগঠিত করেন। ধৃত ব্যক্তি আপাতত জামিন পেলেও তদন্ত চলছে।’ হায়দারের বিরুদ্ধে অভিযোগ এবং তদন্তের কথা পিসিবিকে জানিয়েছেন গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ কর্তৃপক্ষ।
এর প্রেক্ষিতেই অভিযুক্ত ক্রিকেটারকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে। তবে তাঁকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘হায়দার আলির বিরুদ্ধে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশের তদন্তের ব্যাপারে পিসিবি অবহিত। সম্প্রতি পাকিস্তান শাহিনসের সফরের সময়ে ঘটা একটি ঘটনার জন্য এই তদম্ত চলছে।
পিসিবি বিবৃতিতে আরও বলেছে, ‘ব্রিটেনের আইনি প্রক্রিয়াকে সম্মান এবং সমর্থন করে পিসিবি। এই তদন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া উচিত। হায়দারকে সাময়িক ভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মূহূর্ত থেকেই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হায়দার সাসপেন্ডই থাকবেন। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রয়োজনে পিসিবি নিজস্ব নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে।
প্রসঙ্গত, ২০২০ সালে পাকিস্তানের হয়ে আম্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হায়দারের। দেশের হয়ে এখনও পর্যন্ত ৩৫টা টি২০ ম্যাচ এবং দুটো এক দিনের ম্যাচ খেলেছেন তিনি।
সম্প্রতি পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড সফরে গিয়ে তিনটে ৫০ ওভারের ম্যাচ এবং দুটো তিন দিনের ম্যাচ খেলেন তরুণ ব্যাটার। পাকিস্তানের হয়ে তিনি শেষ খেলেন গত এশিয়ান গেমসে আফগানিস্তানের বিরুদ্ধে।
পাকিস্তানের অন্যতম সেরা তরুণ ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় তাঁকে। ক্রিকেট জীবনে আগেও বিতর্কে জড়িয়েছেন তিনি। ২০২১ সালে পাকিস্তান সুপার লিগে কোভিড বিধি ভঙ্গের অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন।
পাঁচ বছর আগে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন হায়দার। আন্তর্জাতিক অভিষেক হওয়া সেই ম্যাঞ্চেস্টারেই এবার নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন হায়দার আলি।
এদিকে, এশিয়া কাপে ভারত–পাক ম্যাচ হওয়ার কথা ১৪ সেপ্টেম্বর। খেলা হবে দুবাইয়ে। তবে এই ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ পহেলগাঁও হামলার পর ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে খেলার ব্যাপারে অতটা ইচ্ছা আর দেখাচ্ছে না। সম্প্রতি লেজেন্ডস লিগ ক্রিকেটেও ভারতীয় লেজেন্ডসরা খেলেননি পাক লেজেন্ডসদের বিরুদ্ধে।