শিরোনাম
◈ প্রশাসনে পদোন্নতির হিড়িক: তিন স্তরে বড় রদবদলের প্রস্তুতি ◈ জুলাই অভ্যুত্থান: রাজধানীর ৫০ থানায় কত মামলা ◈ ’৭১ এবং ’২৪-নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম ◈ জনগণের রায়ের মাধ্যমে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়তে হবে: তারেক রহমান ◈ প্রবাসীদের ভোটার নিবন্ধনে অগ্রগতি: নয়টি দেশে কার্যক্রম চলমান, শীর্ষে আরব আমিরাত ◈ ট্রাম্পকে সামলাতে মোদিকে গোপনে পরামর্শ দেবেন নেতানিয়াহু ◈ আরব আমিরাতের বিমানে বোমা হামলা, নিহত ৪০ (ভিডিও) ◈ জাতীয় পার্টির বিভক্তি স্পষ্ট: জিএম কাদেরকে বাদ দিয়েই কাউন্সিলের ডাক ব্যারিস্টার আনিসুলের ◈ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে এখনো সক্রিয় হাসিনার অনেক পুলিশ-সচিব: জয়নুল আবদিন ফারুক (ভিডিও) ◈ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আটক ১,১৩৬ বাংলাদেশি সম্পর্কে পার্লামেন্টে দিলেন ভয়াবহ তথ্য

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আটক ১,১৩৬ বাংলাদেশি সম্পর্কে পার্লামেন্টে দিলেন ভয়াবহ তথ্য

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী কঠোর অভিযানে দেশটিতে অবস্থানরত এক হাজার ১৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। 

বুধবার (৬ আগস্ট) দেশটির পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়ার অভিবাসন আইন ও নিয়ম লঙ্ঘনের দায়ে বিভিন্ন দেশের অভিবাসীদের আটক করা হচ্ছে, যার মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য। অন্যান্য আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইন এবং নেপালের নাগরিকরাও রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০২৫ সালের শুরু থেকে ৬ জুলাই পর্যন্ত আটককৃতদের মোট সংখ্যা ১৭ হাজার ৮৯৬ জন, যার মধ্যে ৭৮ শতাংশ পুরুষ (১৩ হাজার ৯৯২ জন) এবং ২২ শতাংশ নারী (তিন হাজার ৯৭৪ জন)। খবর দ্য স্টারের। 

জাতীয়তার দিক থেকে দেখা গেলে, চারটি দেশের নাগরিকদের সংখ্যা মোট আটককৃতদের ৯০ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে মিয়ানমারের নাগরিক রয়েছেন ৪১ দশমিক ৬ শতাংশ (৭,৪৫৩ জন), ফিলিপাইনের ২১ দশমিক ৫ শতাংশ (৩,৮৩৯ জন), ইন্দোনেশিয়ার ২১ দশমিক ৩ শতাংশ (৩,৮১৭ জন) এবং বাংলাদেশের ৬ দশমিক ৩ শতাংশ (১,১৩৬ জন)।’ 

মন্ত্রী আরও বলেন, ‘চলতি বছরের (২০২৫ সাল) জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পরিচালিত তিন হাজার ৯০০টিরও বেশি অভিযানে ১৭ হাজার ৮৯৬ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, যার মধ্যে এক হাজার ১৩৬ বাংলাদেশি।’

সাইফুদ্দিন বলেন, ‘আটক অভিবাসীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।’ তিনি মালয়েশিয়ায় অবস্থানরত সব বিদেশিকে বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানান। 

বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, আটকদের দুতাবাস থেকে সহায়তা দেয়া হচ্ছে এবং যারা সত্যিকার অর্থে বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন কিন্তু কাগজপত্রের বৈধতা শেষ হয়ে গেছে-তাদের পুনর্বাসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।মানবাধিকার সংস্থাগুলো এ ধরনের অভিযান পরিচালনার সময় আটক ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এদিকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন কাজ করে দেশটির অর্থনীতিতে অবদান রাখার পরও অভিবাসী কর্মীরা প্রতিনিয়ত হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অনুবাদ: চ্যানেল24

  • সর্বশেষ
  • জনপ্রিয়