শিরোনাম
◈ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ, দুর্ভোগে উত্তরাঞ্চলের মানুষ ◈ কক্সবাজারে মিথ্যা অপহরণ নাটকের মূলহোতা আটক করেছে ট্যুরিস্ট পুলিশ ◈ ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা সম্পর্কে আপনি কী জানেন? ◈ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা ◈ এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে ◈ ৪ বন্দর পেরিয়ে চট্টগ্রামে বাজল সংকেত, ব্রাজিল থেকে আসা কনটেইনারে পাওয়া গেছে তেজস্ক্রিয়তা! ◈ ৪০ বছর ধরে গর্ভে সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধা! ◈ এক বছরে দিল্লি ও ঢাকার সম্পর্ক রাতারাতি বদলে গেল কীভা‌বে? ◈ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো নিউ জিল্যান্ড ◈ ‘গাজীপুর স্টাইলে’ ৫ সাংবাদিককে হত্যার ছক, ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস, তালিকায় যারা আছেন

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শুবমান গিল‌কে উপহার দেয়ার অপেক্ষায় ছিলেন সু‌নীল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক :  চলমান ইংল্যান্ড সিরিজে ভারতের হয়ে ৭৫৪ রান করেছেন অধিনায়ক শুবমান গিল। আর মাত্র ২১ রান হলেই ভেঙে দিতেন সুনীল গাভাস্কারের ১৯৭১ সালে করা ৭৭৪ রানের রেকর্ড। যা এতো বছরেও রয়ে গেলো অক্ষুণ্ণ, সবচেয়ে কাছে এসেও রেকর্ডটা নিজের করতে পারলেন না গিল।

গিলের জন্য গাভাস্কার সব কিছু প্রস্তুত করেই রেখেছিলেন। অর্থাৎ নিজের রেকর্ড ভাঙলে বিশেষে উপহার সহ গিলকে জানাবেন আনন্দিত হওয়ার কথা।

তবে শেষ পর্যন্ত ৪ সেঞ্চুরিতে ৭৫৪ রানেই থামলেন গিল। কিন্তু অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়াতেই তাকে নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে। নেতৃত্বের চাপ সামলে রেকর্ডে একক আধিপত্য না করতে পারলেও যা করেছেন তাতে প্রশংসা ঝরছে গাভাস্কারের কণ্ঠেও।

তিনি যেমনটা বলছিলেন, 'সে আমার রেকর্ড ছাড়িয়ে যাবে সেই প্রত্যাশায় ছিলাম, তার জন্য উপহারও রেখেছিলাম। সবই সৃষ্টিকর্তার হাতে। তবে, ৭৫৪ রান, এটাও অসাধারণ। পার্থক্য হচ্ছে, অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব নিয়ে ৭৫৪ রান করেছে সে।

অধিনায়ক হিসেবে ৭৫৪ রান করাতেই গিলকে বেশি প্রশংসিত করছেন ভারতীয় কিংবদন্তী। খেলার ফাঁকে মাথে গিলের সাথে দেখা করে আলাপও করেছেন দুজনে। নিজের ৭৭৪ রানের সাথে গিলের ৭৫৪ রানের পার্থক্যও তুলে ধরেন।

সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কার বলেন, 'আমি তখন ছিলাম দলের তরুণ একজন, আমার ক্ষেত্রে তখন যেকোনো কিছু (রান করতে পারা না পারা) বড় কোনো বিষয় ছিল না। যদি আমি ব্যর্থও হতাম, কেউ এসে উচ্চস্বরে কিছু বলত না। অধিনায়ক হিসেবে ৭৫৪ রান করা বিশাল ব্যাপার।

৭৫০ এর চেয়ে বেশি রান, যা দিয়ে সে তার দলের ভাগ্যে পার্থক্য তৈরি করছে। (রেকর্ড থেকে কম করা) ওই ২০ রানের কথা না ভেবে, স্রেফ দেখুন এই ৭৫৪ রান ভারতীয় ক্রিকেটের জন্য কী অবদান রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়