দেড় বছর আগে এক ঝড়ে তছনছ হয়ে গিয়েছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পূর্ব পাশের জায়ান্ট স্ক্রিন। রাতের সেই ঝড়ের পরদিন সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু বছর পেরিয়ে গেলে তারপর আর নতুন করে কোনো জায়ান্ট স্ক্রিন লাগানো হয়নি।
সবশেষ বিপিএলেও ছিল ভাড়ায় আনা স্ক্রিন। এবার পাকিস্তান সিরিজেও ভাড়ায় আনা হবে ডিজিটাল স্কোর বোর্ড।
স্থায়ীভাবে না কিনে ভাড়ায় আনতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ১০ লাখ টাকা গুণতে হচ্ছে বলে নিশ্চিত করেছে বিসিবির নির্ভযোগ্য একটি সূত্র। আর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটির জন্য সেটা স্থাপন করতেই স্টেডিয়ামের পূর্ব পাশের গ্যালারিতে বসানো হয়েছে বাঁশ। সেই বাঁশ দিয়েই স্থাপন হবে জায়ান্ট স্ক্রিন।
এ বিষয়ে জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার হোসেন মিঠু দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ভাড়া করেছি একটা জায়ান্ট স্ক্রিন। শুধুমাত্র এই সিরিজটার জন্য। সিরিজ শেষেই সেটা আবার খুলে ফেলা হবে।’ সূত্র: দেশরুপান্তর