শিরোনাম
◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র ◈ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা ◈ উরুগু‌য়ে‌কে হা‌রি‌য়ে নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল ◈ সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু ◈ ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নিউইয়র্ক বন্দুক হামলা: হামলাকারীর চিরকুটে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপ ক্রিকেট নিয়ে নতুন জটিলতা! বৈঠক ঢাকায়, যেতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড 

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সূচি এখনও চূড়ান্ত করা যায়নি। আয়োজক ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ কোথায় হবে তাই নিয়ে সমাধানসূত্রও মেলেনি। এর মধ্যে এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) বৈঠক রাখা হয়েছে  ঢাকায়। জায়গা বদলের জন্য এসিসি-কে অনুরোধ করেছে ভারতীয় বোর্ড। না হলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। -- আনন্দবাজার

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের জেরে সে দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও তলানিতে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরও পিছিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় ঢাকায় বৈঠক করতে যেতে রাজি নন বোর্ডকর্তারা। তারা এসিসি-কে জানিয়েছেন, অন্যত্র বৈঠক আয়োজন করা হোক। ঢাকায় তাঁরা যাবেন না।

সূত্র বলেছেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থার কথা ভেবে সে দেশে আমাদের যাওয়া উচিত হবে না। আমরা বৈঠকের জায়গা বদলে ব্যাপারে ইতিমধ্যেই এসিসি-কে জানিয়ে দিয়েছি।

ভারত যদি নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজন করতে না চায়, সে ক্ষেত্রে বিকল্প হিসাবে সংযুক্ত আরব আমিরা‌তের কথা ভেবে রাখা হয়েছে। তখনও আয়োজক থাকবে ভারতই। বোর্ডের এক সূত্র ‘স্পোর্টস তক’কে বলেছেন, আমিরা‌তে এশিয়া কাপ আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছিল পহেলগাঁও হামলার আগেই। তার পর পরিস্থিতি বদলে গিয়েছে। এখন সরকার আমাদের যা বলবে সেটাই করব।

প্রাথমিক সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হওয়ার কথা। দু’দিন পর, ৭ সেপ্টেম্বর মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। যদিও সেই ম্যাচ হওয়ার ব্যাপারে নিশ্চয়তা এখনও নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়