শিরোনাম
◈ এবার কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা ◈ ময়মনসিংহের ভালুকায় মা এবং দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর গাজীপুরে গ্রেফতার ◈ ‌সি‌রিজ জ‌য়ের স্বপ্ন নি‌য়ে রা‌তে শেষ ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার খবরে মমতার উদ্বেগ, ভারতের সংস্কার প্রস্তাব ◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা ◈ অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে ও‌য়েস্ট ইন্ডিজ বোর্ড কিংবদন্তিদের শরণাপন্ন  ◈ ছাত্রদল কেন শিবিরকে গুপ্ত সংগঠন বলছে? ◈ বিশ্বকাপের আ‌গে  বাংলা‌দেশ দল কলম্বোতে দু‌টি প্রস্তুতি ম্যাচ খেলবে ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আই‌সি‌সি র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগোলেন জাকের আলী, পিছিয়েছেন শান্ত ও মিরাজ

স্পোর্টস ডেস্ক :  শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যেখানে ব্যাটিং ব্যর্থতার কথা বলতে হয় আলাদা করেই। তবে লোয়ার মিডলে কিছুটা ধারাবাহিকতা দেখিয়ে র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলি অনিক।

তবে সিরিজে হতাশ করা বর্তমান ও সদ্য সাবেক হওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত পিছিয়েছেন।

তিন ম্যাচ সিরিজে ৩ ইনিংসেই ব্যাট করে ৩৪ গড়ে ১০২ রান করেছেন জাকের। ৭৩.৩৮ স্ট্রাইক রেটে এই রান করেছেন কিপার ব্যাটার। যেখানে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস আছে।

আর এতে ৩২ ধাপ এগিয়ে ৫৯তম অবস্থানে উঠে এসেছেন জাকের। ৩ ম্যাচে ১০৩ রান করে তাওহিদ হৃদয় এগিয়েছেন ৭ ধাপ। তাতে তার অবস্থান এখন ৫১তম।

তবে সিরিজে সমান ৩৭ রান করে অবনতি হয়েছে শান্ত-মিরাজ। ৬ ধাপ পিছিয়ে শান্ত নেমেছেন ৩৪ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে মিরাজ এখন আছেন ৭২তম অবস্থানে।

সিরিজে একটি মাত্র ম্যাচ খেলেছেন লিটন দাস। তাতে সঙ্গী হয়েছে ডাক। প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে, অবনমন হয়েছে ৮ ধাপ, অবস্থান ৭২ নম্বরে।

ওপেনার তানজিদ হাসান তামিম ৩ ম্যাচে করেছেন ৮৬ রান, আছে ৬২ রানের একটি ইনিংসও। তাতে ১৯ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে তার অবস্থানও ৮৬ নম্বরে।

ওয়ানডেতে শীর্ষ অবস্থানে আছেন যথারীতি ভারতের শুবমান গিল। দুই নম্বরে পাকিস্তানের বাবর আজম। তিন ও চারে যথাক্রমে রোহিত শর্মা ও বিরাট কোহলি। পাঁচ নম্বর নামটি নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের। -- ডেই‌লি ক্রিকেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়