শিরোনাম
◈ ‌সি‌রিজ জ‌য়ের স্বপ্ন নি‌য়ে রা‌তে শেষ ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার খবরে মমতার উদ্বেগ, ভারতের সংস্কার প্রস্তাব ◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা ◈ অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে ও‌য়েস্ট ইন্ডিজ বোর্ড কিংবদন্তিদের শরণাপন্ন  ◈ ছাত্রদল কেন শিবিরকে গুপ্ত সংগঠন বলছে? ◈ বিশ্বকাপের আ‌গে  বাংলা‌দেশ দল কলম্বোতে দু‌টি প্রস্তুতি ম্যাচ খেলবে ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড়

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টানা ১০ জয়ের রেকর্ডে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক :  বুলাওয়ায়োতে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ইনিংস ও ২৩৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সাউথ আফ্রিকা। এই টেস্টে প্রোটিয়ারা যে বড় জয় পাবে তা আগে থেকেই অনুমেয় ছিল। প্রথম ইনিংসে ২০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার পর ফলোঅনে পরেছিল জিম্বাবুয়ে। এরপর আর ইনিংস হার থেকে রক্ষা পায়নি তারা। - ক্রিক‌ফ্রেঞ্জি

এর ফলে টানা টেস্ট জয়ের রেকর্ড গড়েছে সাউথ আফ্রিকা। টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে সাউথ আফ্রিকা এবারই প্রথম টানা ১০ টেস্টে জয়ের রেকর্ড গড়েছে। এর আগে ২০০২ সালের মার্চ থেকে ২০০৩ সালের মে পর্যন্ত ৯টি টেস্টে জয়ের রেকর্ড গড়েছিল প্রোটিয়ারা। তারা নিজেদের আগের রেকর্ডই পেছনে ফেলেছে।

সিরিজের প্রথম টেস্টে টেম্বা বাভুমার পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছিলেন কেশভ মহারাজ। সেই ম্যাচে ৩২৮ রানের জয় পায় সাউথ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচ থেকে ইনজুরির কারণে ছিটকে যান তিনি। ফলে এই ম্যাচে নেতৃত্ব ভার পান উইয়ান মুল্ডার। অধিনায়কত্ব পেয়েই ইতিহাস গড়া ৩৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মুল্ডার।

তিনি ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ৪০০ রানের ইনিংসের কাছাকাছি গিয়েও তার প্রতি সম্মান দেখিয়ে ইনিংস ঘোষণা করে দেন। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৬২৬ রানের পর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে মাত্র ১৭০ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।

তারা তৃতীয় দিনের খেলা শুরু করেন ১ উইকেটে ৫১ রান নিয়ে। শেষ পর্যন্ত তারা ২২০ রানে থামে। দলটির হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস লজে;এ নিক ওয়েলচ। আর ৪৯ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। ৪০ রান এসেছে আরেক ব্যাটার তাকুদাওয়ানাশে কাইতানোর ব্যাট থেকে।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ইনিংসে ধস নামিয়েছেন কর্বিন বশ ও সেনুরান মুত্তুস্বামী। দুজনে মিলেই নেন ৭ উইকেট। এর মধ্যে বশ পেয়েছেন ৪ উইকেট, মুত্তুস্বামীর ঝুলিতে যায় ৩ উইকেট। দুটি উইকেট পেয়েছেন ইথান ইউসুফ। আর একটি উইকেট পান অধিনায়ক মুল্ডার নিজেই।

ট্রিপল সেঞ্চুরির সঙ্গে দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মুল্ডার। আর সিরিজ জুড়ে ৭ উইকেটের পাশাপাশি ৫৩১ রান তুলে সিরিজ সেরার পুরষ্কারও উঠে তার হাতে। এই সিরিজে জিম্বাবুয়েকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সাউথ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়