শিরোনাম
◈ ময়মনসিংহের ভালুকায় মা এবং দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর গাজীপুরে গ্রেফতার ◈ ‌সি‌রিজ জ‌য়ের স্বপ্ন নি‌য়ে রা‌তে শেষ ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার খবরে মমতার উদ্বেগ, ভারতের সংস্কার প্রস্তাব ◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা ◈ অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে ও‌য়েস্ট ইন্ডিজ বোর্ড কিংবদন্তিদের শরণাপন্ন  ◈ ছাত্রদল কেন শিবিরকে গুপ্ত সংগঠন বলছে? ◈ বিশ্বকাপের আ‌গে  বাংলা‌দেশ দল কলম্বোতে দু‌টি প্রস্তুতি ম্যাচ খেলবে ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সা‌কিব বল‌লেন আমার বেস্ট‌ফ্রেন্ড নেই,  তামিম ও মুশফিক ভালো বন্ধু

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে সাকিব আল হাসানের বেস্ট ফ্রেন্ড কে? এমন প্রশ্নের উত্তরে লম্বা সময় তামিম ইকবালের নামটাই উচ্চারিত হয়েছে বেশি। তবে তাদের সম্পর্কে ফাটলের কথাও ইতোমধ্যে সবার জানা।

এবার সাকিব নিজেও জানালেন ক্রিকেটে তার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। যদিও তামিম ও মুশফিকুর রহিমকে উল্লেখ করলেন ভালো বন্ধু হিসেবে। পছন্দের তালিকায় রাখলেন পেসার রুবেল হোসেনকে। -- ডেই‌লি ক্রিকেট

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি টুর্নামেন্টে খেলার জন্য চুক্তিবদ্ধ হন সাকিব। সেখানেই এক অনুষ্ঠানে টাইগার অলরাউন্ডার জবাব দেন উপস্থাপকের নানা প্রশ্নের।

ক্রিকেটে ভালো বন্ধু সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, 'অনূর্ধ্ব-১৯ থেকে তামিম ও মুশফিক ভাইয়ের সাথে খেলছি। ২০-২৫ বছর আমরা বেশ কাছাকাছি আছি। অনেক লম্বা সময়ের একটা সম্পর্ক আমি বলতে পারি। তারা আমার ভালো বন্ধুও।'

এরপর উপস্থাপক জিজ্ঞাসা করেন বাংলাদেশ দলে তার দ্বিতীয় সেরা বন্ধু কে?

জবাবে রুবেলকে টেনে সাকিব উত্তরে বলেন, 'সবার সাথেই আমার সম্পর্ক ভালো। তবে আমি সম্ভবত রুবেলের নাম বলব। সে অনেক ফানি। আমি, রুবেল, তাসকিন মিলে অনেক মজা করেছি ক্রিকেটের বাইরে।'

এরপর তার কাছে কৌশলে জিজ্ঞাসা করা হয় ক্রিকেটে তার বেস্ট ফ্রেন্ড কে?

এবার সাকিব অনেকটা সিরিয়াস মুডেই উত্তর দিতে গিয়ে বলেন, 'বেস্ট ফ্রেন্ড ক্রিকেটের বাইরে বানানোই ভালো। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে। তবে ক্রিকেটের বাইরে আমার কিছু খুবই বিশ্বস্ত বন্ধু আছে, যাদের উপর আমি আস্থা রাখতে পারি।

'এই বয়সে এসে আমি অনুধাবন করি বেস্ট ফ্রেন্ড বলে কিছু হয় না। যে বন্ধুদের উপর আস্থা রাখতে পারবেন তারাই বেস্ট ফ্রেন্ড।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়