শিরোনাম
◈ কুমিল্লায় উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ◈ এবার কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা ◈ ময়মনসিংহের ভালুকায় মা এবং দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর গাজীপুরে গ্রেফতার ◈ ‌সি‌রিজ জ‌য়ের স্বপ্ন নি‌য়ে রা‌তে শেষ ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার খবরে মমতার উদ্বেগ, ভারতের সংস্কার প্রস্তাব ◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা ◈ অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে ও‌য়েস্ট ইন্ডিজ বোর্ড কিংবদন্তিদের শরণাপন্ন  ◈ ছাত্রদল কেন শিবিরকে গুপ্ত সংগঠন বলছে? ◈ বিশ্বকাপের আ‌গে  বাংলা‌দেশ দল কলম্বোতে দু‌টি প্রস্তুতি ম্যাচ খেলবে

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ১২:২১ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফুটব‌লে তো বাংলা‌দে‌শের নারীরা ই‌তিহাস গ‌ড়ে‌ছে, ক্রিকে‌টে আজ পুরুষরা কতদূর যা‌বে? 

নিজস্ব প্রতি‌বেদক : পু‌রো দেশ জা‌নে ফুটব‌লে নারী‌দের সাফ‌ল্যের কথা, তারা ই‌তিহাস সৃ‌ষ্টি ক‌রে‌ছে নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লের মূলপ‌র্বে উ‌ঠে, আগামী বছর মা‌র্চে দেখা যা‌বে লাল সবু‌জের প্রতি‌নি‌ধি‌দের অ‌স্ট্রেলিয়ার মা‌টি‌তে খেল‌তে, এ‌দি‌কে শ্রীলঙ্কার মা‌টি‌তে ওয়ান‌ডে সি‌রিজ জ‌য়ের লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দেশ, তারা কি পার‌বে স্বাগ‌তিক শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌তে? এবারই প্রথম লঙ্কাদূর্গে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। 

২০১৩ এবং ২০১৭ সালে দুটি সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। এবার সুযোগ এসেছে নতুন ইতিহাস লেখার। সেই ইতিহাস জিততে হলে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জিততে হবে। ঘরের মাঠে সিরিজ হার এড়াতে চাইবে লঙ্কানরাও। ফলে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে তারাও।

এদিকে শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে খুব বেশি সময় পায়নি বাংলাদেশ। আগের ম্যাচগুলোর মতই সিরিজ নির্ধারনী ওয়ানডে দিবারাত্রির হওয়ায় যথারীতি ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে টাইগাররা। তবে দুই বছর আগে এ ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সঙ্গী মিরাজ ছাড়াও স্কোয়াডের ছয় ক্রিকেটারের।

সেই ম্যাচে অবশ্য হেরেছিলো বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে একাই লড়াই করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় উরুতে চোট পাওয়ায় যাকে নিয়ে তৈরি হয়েছিলো শঙ্কা। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় শেষ ম্যাচে তিনি খেলছেন তা প্রায় নিশ্চিত। ফলে লিটন অথবা নাঈম শেখ একাদশ থেকে আবারও জায়গা হারাতে পারেন।

আর বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা প্রবল তাসকিন আহমেদের। সেক্ষেত্রে ছিটকে যাবেন হাসান মাহমুদ। একাদশে পরিবর্তন আসতে পারে ঐ একটাই।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ --
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/লিটন দাস/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়