শিরোনাম
◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র ◈ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা ◈ উরুগু‌য়ে‌কে হা‌রি‌য়ে নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল ◈ সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু ◈ ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নিউইয়র্ক বন্দুক হামলা: হামলাকারীর চিরকুটে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ ২০২৪ সালে জাতীয় পার্টির আয় ২ কেটি ৬৪ লাখ টাকা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ওমন শুরুর পরও প্রথম ওয়ানডেতে ম্যাচটা বাংলাদেশেরই জেতার কথা ছিল। অথচ ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণিতে মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কাকে জয়টা ‘উপহার’ দেয় সফরকারীরা। 

তানভীর ইসলাম, শামীম হোসেন পাটোয়ারিদের বোলিংয়ে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ান মেহেদী হাসান মিরাজরা। ১৬ রানের জয়ে সিরিজে এখন সমতা। আত্মবিশ্বাসী বাংলাদেশ সিরিজটা জিততে চায় পাল্লেকেলেতে। তৃতীয় ওয়ানডের আগে এমন ইঙ্গিতই দিয়ে গেলেন পারভেজ হোসেন ইমন। -- ক্রিক‌ফ্রেঞ্জি

কলম্বোর প্রেমাদাসায় কখনোই ওয়ানডে জিততে না পারা বাংলাদেশ সবশেষ ম্যাচে সেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়েছে। 
ক্যান্ডির পাল্লেকেলেতে সফরকারীদের পরিসংখ্যানটা আশা জাগানিয়াই।

এখন পর্যন্ত এই ভেন্যুতে খেলা দুই ম্যাচের একটিতে বাংলাদেশ, আরেকটিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলে বাংলাদেশের টেস্ট ড্রয়ের সুখস্মৃতিও আছে। তবে এসব ছাপিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে দ্বিতীয় ওয়ানডের পারফরম্যান্সে।

একটা সময় ওয়ানডে ক্রিকেট ভালো খেলতে শিখতে পারা বাংলাদেশ যেন ৫০ ওভারের ক্রিকেটের ম্যাচ জিততে ভুলে যেতে বসেছিল। টানা সাত ম্যাচের একটিতেও জিততে না পারায় খানিকটা চাপেই ছিলেন মিরাজরা। তবে পারভেজ ইমনের হাফ সেঞ্চুরির সঙ্গে শেষের দিকে তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিবের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। আড়াইশ ছুঁতে না পারলেও সেই পুঁজি নিয়েই দারুণভাবে লড়াই করেছে।

যদিও কুশল মেন্ডিস যেভাবে ব্যাটিং করছিলেন তাতে বাংলাদেশের সমর্থকদের সঙ্গে ক্রিকেটারদেরও বুকে কাঁপন ধরে যাওয়ার কথা। তবে এসব সামলে বাংলাদেশকে ম্যাচে ফেরান নিজের দ্বিতীয় ওয়ানডেতেই ৩৯ রানে ৫ উইকেট নেয়া তানভীর ও ৯ ওভারে মাত্র ২২ রান দেয়া শামীম। শেষের দিকে জানিথ লিয়ানাগে গলার কাঁটা হয়ে উঠলেও মুস্তাফিজুর রহমান তাকে ফিরিয়ে জয়টা নিশ্চিত করেছেন। লম্বা সময় পর ওয়ানডে জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ।

শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জেতার বড় সুযোগ দেখছেন ইমন। বাঁহাতি ওপেনার বলেন, ‘আমাদের বড় সুযোগ, কালকের ম্যাচ জিতলে ভালো একটা সিরিজ জেতা হবে। সবার মধ্যে আবারও আত্মবিশ্বাস তৈরি হবে। আমরা সর্বশেষ ম্যাচ জেতার পর সবার মধ্যে ওটা তৈরি হচ্ছে, সবাই হাসিখুশি আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কালকের ম্যাচটা জেতার, আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। বাংলা‌দেশ সময় বিকাল ৩টায় দুই দ‌লের তৃতীয় ওয়ান‌ডে শুরু হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়