শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট ক্রিকেটের ২৫ বছর, ক‌তোটা আপন ক‌রে নি‌তে পে‌রে‌ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :  যে কো‌নো দে‌শের টেস্টকে বলা হয়  ক্রিকেটের অভিজাত ফরম্যাট। নাটকীয়তা, আবেগ, অনুভূতির মিশ্রনে টেস্ট ক্রিকেটকে দেখা হয় অন্য এক নজরে।

তাইতো টি-টোয়েন্টির ধুম ধাড়াক্কার যুগেও বিরাট কোহলির মতো বড় বড় তারকারা শ্রদ্ধা ভরে নাম নেন টেস্ট ক্রিকেটের। তরুণদের উৎসাহ দেন টেস্ট ক্রিকেটকে সম্মান করতে, ভালোবাসতে এবং ক্যারিয়ার গড়তে। - ডেই‌লি ক্রিকেট

যেকোনো ক্রিকেট খেলুড়ে দেশের কাছে টেস্ট স্বীকৃতি পাওয়াও গর্বের বিষয়। বৈশ্বিক ক্রিকেট নিয়ন্ত্রক আইসিসিও সেই স্বীকৃতি দেয় অন্য ফরম্যাটের অনেক পরে। নেপাল, যুক্তরাষ্ট্রের মতো ওয়ানডে, টি-টোয়েন্টি খেলা অনেক দেশ এখনো পায়নি সেই স্বীকৃতি।

১৯৮৫ সালে আনুষ্ঠানিক ভাবে ওয়ানডে ক্রিকেট শুরু করা বাংলাদেশ টেস্ট স্বীকৃতি পায় আজকের দিনে, ঠিক ২৫ বছর আগে। ২৬ জুন, ২০০০ সালে।

ভারতের বিপক্ষে ৯ উইকেটে হেরে যাত্রাটা শুভ হয়নি বাংলাদেশের। টেস্ট ক্রিকেটকে সহজে আপন করে নিতে পারেনি বাংলাদেশ।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ২১টি টেস্ট হেরে সবচেয়ে বেশি ধারাবাহিক পরাজয়ের তিক্ত রেকর্ডের মালিক হয়েছে টাইগাররা। সেই পরাজয়ের ধারা ভাঙে ২০০৫ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে তারা ঘুরে দাঁড়ায়। সেই সিরিজে দ্বিতীয় ম্যাচটি ড্র করে বাংলাদেশ তাদের ইতিহাসের প্রথম টেস্ট জয় এবং সিরিজ জয় করে।

এরপর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুইটি ম্যাচেই জয় তুলে নিয়ে তারা দেশের বাইরে তাদের প্রথম টেস্ট সিরিজ জয় করে ইতিহাস গড়ে। ২০২৫ সালের ২১ জুন পর্যন্ত বাংলাদেশ মোট ১৫৩টি টেস্ট খেলে ২৩টি ম্যাচে জয়লাভ করেছে। হেরেছে ১১১টি ম্যাচ, এবং সমতায় ১৯ টি ম্যাচ।

যদিও দেশের মাটিতে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র এবং ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ ক্রিকেট ভক্তদের আশা দেখিয়েছে।

তবুও ২৫ টি বসন্ত পার হয়ে যাওয়ার পরও ২৫ টি জয়ও না পাওয়া ভক্তকূলের কাছে হতাশাজনকই বটে। সম্প্রতি ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছেও হারতে হয়েছে টেস্ট।

প্রথম ২৫ বছরের ব্যর্থতার পাল্লাটা ভারী হয়েছে। ঘুরের দাঁড়িয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশ কি পারবে সমর্থকদের হৃদয় জিততে? সেটাই এখন দেখার পালা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়