শিরোনাম
◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা প্রকাশ

মধ্যপ্রাচ্যে সম্প্রতি সংঘটিত সংঘাতের মধ্যে বাংলাদেশের সরকার ও জনগণের দৃঢ় সংহতি ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাস।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, "ইসরায়েলি দখলদার বাহিনী ও তাদের মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সরকার ও জনগণের স্পষ্ট নিন্দা এবং দৃঢ় অবস্থানের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।"

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে যে স্বতঃস্ফূর্ত সমর্থন, সহমর্মিতা ও সাহসিকতা প্রকাশ পেয়েছে, তা বাংলাদেশের ন্যায়বিচার, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের প্রতি অটল দায়বদ্ধতারই প্রমাণ।

ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়, "ইরানের জনগণের প্রতি বাংলাদেশের এই সংহতি—আঞ্চলিক সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার জাতীয় ইচ্ছাকে স্পষ্টভাবে তুলে ধরেছে।"

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের এই সমর্থন আন্তর্জাতিক অঙ্গনে অবৈধ আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিয়েছে।

বিবৃতিতে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, "আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল বৈধ অধিকারই নয়, এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্বও বটে।"

ইরান দূতাবাস আরও বলে, "সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির মুখে জাতিগুলোর মধ্যে পারস্পরিক সংহতি এখন অতীব গুরুত্বপূর্ণ।" সূত্র: টিবিএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়