শিরোনাম
◈ এবার কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা ◈ ময়মনসিংহের ভালুকায় মা এবং দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর গাজীপুরে গ্রেফতার ◈ ‌সি‌রিজ জ‌য়ের স্বপ্ন নি‌য়ে রা‌তে শেষ ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার খবরে মমতার উদ্বেগ, ভারতের সংস্কার প্রস্তাব ◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা ◈ অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে ও‌য়েস্ট ইন্ডিজ বোর্ড কিংবদন্তিদের শরণাপন্ন  ◈ ছাত্রদল কেন শিবিরকে গুপ্ত সংগঠন বলছে? ◈ বিশ্বকাপের আ‌গে  বাংলা‌দেশ দল কলম্বোতে দু‌টি প্রস্তুতি ম্যাচ খেলবে ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

যুবক‌দের স‌ঙ্গে খে‌লে হে‌রে গে‌লো সুইজারল্যান্ডের নারীরা

স্পোর্টস ডেস্ক : নিজেদের ঘরের মাঠে ইউরো ২০২৫ শুরুর মাত্র কয়েক দিন আগে বড় এক অস্বস্তিকর পরাজয়ের মুখে পড়েছে আয়োজক সুইজারল্যান্ড নারী ফুটবল দল। প্রস্তুতি ম্যাচে তাদের ৭-১ ব্যবধানে হারিয়েছে এফসি লুসার্নের অনূর্ধ্ব–১৫ দল। গোলডটকম

বন্ধ দরজার আড়ালে অনুষ্ঠিত হওয়া এই গোপন ম্যাচটির ফলাফল ফাঁস হয়ে যায় টিকটকে এক কিশোর ফুটবলারের পোস্টে। যদিও দ্রুত ভিডিওটি মুছে ফেলা হয়, তবে ততক্ষণে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ফলাফল।

সুইজ নারী দলের মুখপাত্র সভেন মিকোসে জানান, ‘নারী ফুটবলে ছেলেদের অনূর্ধ্ব বয়সভিত্তিক দলের বিপক্ষে খেলা মোটেও অস্বাভাবিক নয়। আমরা এগুলোকে দেখি শারীরিক প্রস্তুতির অংশ হিসেবে। ম্যাচের স্কোর নয়, বরং গতি, চাপ ও কৌশলগত অনুশীলনই এখানে মুখ্য।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের ম্যাচের ইন্টেনসিটি অনেক সময় আন্তর্জাতিক ম্যাচের মতোই হয়ে থাকে। তাই ফলাফলের তুলনায় প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশটা বেশি গুরুত্বপূর্ণ।

ম্যাচে সুইজারল্যান্ডের একমাত্র গোলটি করেন আলায়াহ পিলগ্রিম। ম্যাচের একটি ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে দলের আলোচিত ফরোয়ার্ড আলিশা লেমানকেও। জাতীয় দলের মূল একাদশ থেকে বাদ পড়া ও জুভেন্টাসে নিয়মিত সুযোগ না পাওয়া লেমান প্রস্তুতি ম্যাচে খেলে বুঝিয়ে দিয়েছেন, ইউরো দলে জায়গা পেতে তিনি এখনও লড়াইয়ে আছেন।

এর আগেও ছেলেদের দুটি যুব দলের বিপক্ষে খেলেছিল সুইস নারী দল। এফসি সোলোথার্ন অনূর্ধ্ব–১৫ দলের কাছে ২-১ গোলে হার ও এফসি বিয়েল অনূর্ধ্ব–১৫ দলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল তারা।

উল্লেখ্য, ইউরো ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ২ জুলাই, যেখানে মুখোমুখি হবে আইসল্যান্ড ও ফিনল্যান্ড। স্বাগতিক সুইজারল্যান্ড তাদের প্রথম ম্যাচে সেন্ট জ্যাকব পার্কে খেলবে নরওয়ের বিপক্ষে।

প্রসঙ্গত, নারী ও পুরুষ ফুটবলের শারীরিক সক্ষমতা ও খেলার ধরন ভিন্ন হওয়ায় প্রস্তুতির অংশ হিসেবে অনেক নারী জাতীয় দলই অনূর্ধ্ব–১৫ ছেলেদের দলের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলে থাকে। এখানে ফলাফল নয়, বরং গতি, ট্যাকটিকস ও চাপ মোকাবেলার প্রস্তুতি থাকে মুখ্য। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়