শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গল টে‌স্টে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বাংলাদেশের আক্ষেপের ড্র

স্পোর্টস ডেস্ক : গ‌লের উইকেট দেখে অনেকেই ধারণা করছিলেন ড্র হতে পারে গল টেস্ট। পুরো ৫ দিনে দেখা গেল একই চিত্র। বোলারদের জন্য কিছুই নেই গলের উইকেটে, ব্যাটাররা করলেন ধীরস্থির ব্যাটিং; ফলাফল ড্র।

প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৪৯৫ রান। জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। দশ রানের লিড পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংস ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শ্রীলঙ্কার লক্ষ্য ছিল ২৯৬ রান। কিন্তু তারা ৪ উইকেট হারিয়ে ৭২ রান তুলে পঞ্চম দিনটা পার করে দেন।

গল টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রানে থেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে দ্বিতীয় ইনিংসে টাইগার অধিনায়ককে থামাবে সেই সাধ্য কার? ১৯৯ বলে ১২৫ রানে অপরাজিত শান্ত। শান্তর আগে টেস্ট ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড ছিল ১৪ জন ব্যাটারের। এর মধ্যে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার করেছেন তিনবার। শান্তকে নিয়ে দুবার টেস্টে জোড়া সেঞ্চুরি আছে শুধু ১২ জনের।

১৭৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। গতকাল ২২ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ও ৫৬ রান নিয়ে ব্যাট করতে নামা শান্ত সকালটা ভালোভাবে কাটিয়ে দিয়েছেন। কিন্তু এরপরই মুশফিকের ঘটে ধৈর্য্যচ্যুতি। শট লং অনে বল ঢেলে দিয়ে রান আউট হয়ে ফেরেন তিনি। ৪৯ রানে থামেন ডানহাতি এ ব্যাটার।

তবে শান্ত দমে যাননি। মাঝে লিটন কুমার দাস ও জাকের আলী অনিক উইকেট বিলিয়ে দিয়ে আসলেও অবিচল ছিলেন টাইগার অধিনায়ক। নাঈম হাসান দারুণ সঙ্গ দিয়েছেন শান্তকে। ১৯০ বলে শতক পূর্ণ করেন শান্ত। এরপর শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন তিনি। দ্রুত তুলতে থাকেন রান। একটু পরেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ১২৫ রানে অপরাজিত থাকেন শান্ত। নাঈমের সংগ্রহ ২৩ বলে ৭ রান।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট নিয়েছেন থারিন্দু রাত্নায়েকে। একটি করে উইকেট নিয়েছেন প্রবাথ জয়াসুরিয়া ও মিলান রাত্নায়েকে।

২৯৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেছিল শ্রীলঙ্কা। কিন্তু একটু পরেই আঘাত হানেন তাইজুল ইসলাম। উইকেট ছেড়ে বেরিয়ে এসে তাকে খেলতে গিয়ে স্টাম্পিং হয়ে ফেরেন লাহিরু উদারা। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে শান্তর হাতে ক্যাচ দিতে বাধ্য করেন নাঈম।

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস দ্বিতীয় ইনিংসে ৮ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ের পর চাপে পড়ে শ্রীলঙ্কা। দিনেশ চান্দিমাল ধরে খেলার চেষ্টা করলেও তাইজুলের অসাধারণ ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন। ৪৪ বলে ৬ রান করে ফেরেন ডানহাতি এ ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়