শিরোনাম
◈ একদিনে ৭৮ প্রাণ, ৮০০’র বেশি নিহত ত্রাণ কেন্দ্রে, ইসরায়েলি হামলা অব্যাহত ◈ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা পাচ্ছেন দশম গ্রেড ◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টাইমড আউট নি‌য়ে বাংলাদেশের উপর আর ক্ষোভ নেই ম্যাথুসের

স্পোর্টস ডেস্ক : ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলা ম্যাথুস। সে নিয়ে লম্বা সময় ধরেই আক্ষেপ, রাগ, ক্ষোভ আর বিরক্তি ছিল এই অলরাউন্ডারের। তবে এতোদিন পর এসে জানালেন আপাতত বাংলাদেশের প্রতি আর নেই রাগ, ক্ষোভ। যদিও ওই ঘটনাকে ঠিকই উল্লেখ করছেন দুর্ভাগ্যজনক হিসেবে। -- ডেই‌লি ক্রিকেট

সময়ের পালাক্রমে ম্যাথুস তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন বাংলাদেশের বিপক্ষেই। মঙ্গলবার (১৭ জুন) গলে শুরু হতে যাওয়া ম্যাচই সাদা পোশাকে তার শেষ।

এমন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এলেন লঙ্কান তারকা। স্বাভাবিকভাবে এলো টাইমড আউট কান্ড ও বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়ার প্রশ্ন।

এক প্রশ্নের জবাবে ম্যাথুস জানিয়েছেন টাইমড আউটের ঘটনাটা দুর্ভাগ্যজনকই ছিল। তবে বাংলাদেশ ও বাংলাদেশের ক্রিকেটারদের বন্ধু হিসেবে বিবেচনা করে রাগ, ক্ষোভ আর টেনে নিচ্ছেন না।

তিনি যেমনটা বলছিলেন, 'ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। তারা আমার বন্ধু, তাদের বিপক্ষে (ব্যক্তিগতভাবে) আমার কিছু নেই। আমাদের সঙ্গে সব সময় ভালো (আচরণ) করেছে ওরা। ওই সময় আমাদের কিছু বাক্যবিনিময় হয়েছিল, কিন্তু আমি ক্ষোভ ধরে রাখি না। ক্ষোভ ক্রিকেটের জন্য খারাপ শব্দ।’

বাংলাদেশের ক্রিকেটের সাথে ম্যাথুস অবশ্য বেশ পরিচিত মুখ। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এখানে নিয়মিত ঘরোয়া ক্রিকেটও খেলেছেন।

সেসব স্মৃতির কথা বলতে গিয়ে লঙ্কান তারকা যোগ করেন, 'আমি বাংলাদেশে অনেক খেলেছি। শুধু আন্তর্জাতিক নয়, ঘরোয়া ক্রিকেটও খেলেছি ওখানে। আমি খুব উপভোগও করেছি তখন। তাঁরা সবাই আমার ভালো বন্ধু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়