শিরোনাম
◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর ◈ ট্রাম্পের নেতৃত্বে আমদানি শুল্ক বাড়ছে: যে ৫ পণ্যের দাম বাড়তে পারে ◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র ◈ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা ◈ উরুগু‌য়ে‌কে হা‌রি‌য়ে নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল ◈ সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাবর, রিজওয়ান ও শা‌হিন আ‌ফ্রিদি ছাড়াই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি পা‌কিস্তা‌নের মা‌টি‌তে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ হে‌রে‌ছে বাংলা‌দেশ। এবার আগামী জুলাই মাসে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পা‌কিস্তান দল। তবে এই সিরিজে তিন সিনিয়র ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে ছাড়াই মাঠে নামার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে খেলতে যাবে পাকিস্তান। সেই সিরিজেও এই ৩ তারকাকে মাঠের বাইরে রাখার পরিকল্পনা আছে পিসিবির। টেস্ট এবং ওয়ানডেতে এই ক্রিকেটারদের মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এ দুটি সিরিজের স্কোয়াড ঘোষণা করার কথা নির্বাচকদের।

পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, কোচ মাইক হেসন এবং নির্বাচকরা তরুণদের সুযোগ করে দিতে এই ৩ জনকে বিবেচনার বাইরে রেখেছেন। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অবস্থা এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। ধুঁকতে থাকা এই দুটো দলের বিপক্ষে নিজেদের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে তরুণদের খেলাতে চায় বোর্ডটি। 

বাংলাদেশ সফরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা পাকিস্তানের। তবে যেকোনো এক পক্ষ থেকে দুটো ম্যাচ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। বাংলাদেশ সিরিজ শেষ করে আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আগস্টে আফগানিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি।

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক অধঃপতন দেখছে পাকিস্তান। সর্বশেষ বাংলাদেশ সিরিজে জয় পাওয়ার আগে টানা অনেকগুলো সিরিজ হেরেছে তারা। সর্বশেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাদের ফলাফল খুব একটা সুখকর নয়। তবে তরুণদের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে পিসিবি। সে কারণেই বাবর-রিজওয়ানদের ছাড়া নতুন কিছু চেষ্টা করে দেখতে চাইছে বোর্ডটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়