শিরোনাম
◈ ‘পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠিয়ে তারেক রহমানকে হত্যা ছিল পরিকল্পনা’ (ভিডিও) ◈ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ◈ বাংলাদেশ দ‌লের মধ‌্যমাঠ এখন দক্ষিণ এশিয়ার সেরা: কোচ কাবরেরা ◈ জিএম কাদেরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ (ভিডিও) ◈ বিসিবি সভাপতি ফারুকের মনোনয়ন বাতিল করলো জাতীয় ক্রীড়া প‌রিষদ ◈ রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানকে 'অবাঞ্ছিত' ঘোষণা ◈ সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে যেতে পারবো না, বললেন নাহিদ (ভিডিও) ◈ ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ  ◈ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে উপকূলে ঝড়ো হাওয়া ও বৃষ্টি, ১৬ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা ◈ ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেয়া সম্ভব: তারেক রহমান

প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জি‌নে‌দিন জিদান ফ্রান্সের কোচ হতে চান

স্পোর্টস ডেস্ক : অ‌নেক বছর প‌রে আবার ফ্রান্স ফুটবল দ‌লের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ ক‌রে‌ছেন সে দে‌শের ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। তবে কোন ক্লাবের নয় বরং এবার তিনি দায়িত্ব নিতে প্রস্তুত নিজ দেশ ফ্রান্সের জাতীয় দলের কোচ হিসেবে। ফ্রান্সের কোচ হওয়া তার কাছে স্বপ্নের মতোই বলে জানান তিনি ।

সম্প্রতি তার দীর্ঘদিনের স্পনসর অ্যাডিডাসের এক অনুষ্ঠানে নিজের এই স্বপ্নের কথা বলতে গিয়ে জিদান বলেন,‘আমি ফ্রান্স দলের জন্য নিজেকে যোগ্য মনে করি। এই দলে আমি ১২-১৪ বছর খেলেছি। এটি অবশ্যই আমার স্বপ্ন। আমি আর অপেক্ষা করতে পারছি না।

১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা এই মিডফিল্ডার ফাইনালে দুটি গোল করে দেশকে প্রথম বিশ্বকাপ উপহার দেন। বর্তমানে ফ্রান্স দলের কোচ হিসেবে আছেন দেদিয়ের দেশম। উল্লেখ্য, দেশমও ছিলেন ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক এবং জিদানের দীর্ঘদিনের মিডফিল্ড সঙ্গী। এছাড়া, ২০০০ সালে ফ্রান্সের ইউরোজয়ী দলেও ছিলেন দেশম এবং জিদান। 

২০১২ থেকে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্বে আছেন দেশম। কোচ হিসেবে ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করেন এবং ২০২২ বিশ্বকাপে তার অধীনে ফাইনালে খেললেও মেসির আর্জেন্টিনার কাছে হেরে গিয়ে রানার্স-আপ হতে হয় এমবাপ্পে-ডেম্বেলেদের। খেলোয়াড় এবং কোচ হিসেবে জাতীয় দলকে বিশ্বকাপ জেতানো দেশম ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন ২০২৬ বিশ্বকাপের পর দায়িত্ব থেকে সরে যাওয়ার। তাই জিদানের জন্য সুযোগ আছে ফ্রান্সের কোচ হওয়ার স্বপ্নপূরণের। 

কোচিং ক্যারিয়ারেও সফল জিদান। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন তিনি। তবে ২০২১ সালে রিয়াল ছাড়ার পর আর কোনো ক্লাব বা জাতীয় দলের কোচিংয়ে দেখা যায়নি তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়