শিরোনাম
◈ নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ যমুনায় যাওয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি: সালাহউদ্দিন ◈ আন্দোলনের পর সেনানিবাসে আশ্রয়: ২৪ রাজনীতিবিদ কে কোথায় ◈ বৃক্ষমেলায় হঠাৎ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী ◈ আজ পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে বিএনপি ও জামায়াত ◈ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ ​বাংলাদেশ-ভারত বাণিজ্য: প্রয়োজন বাণিজ্য কূটনীতি ◈ বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ ভবনে ল্যাবে জনবল শুণ্য, পরীক্ষা কার্যক্রম বন্ধে ঝুকিতে কৃষিক্ষাত! ◈ জাতিসংঘের সতর্কবার্তা: বড় ধাক্কার মুখে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ◈ আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএ‌লে প‌য়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাটকে হারাল লক্ষ্ণৌ

স্পোর্টস ডেস্ক : মিচেল মার্শের সেঞ্চুরি এবং নিকোলাস পুরানের হাফ সেঞ্চুরিতে গুজরাট টাইটান্সের সামনে বিশাল লক্ষ্য দাঁড় করায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। পরে উইলিয়াম ও'রুর্কির অসাধারণ বোলিংয়ে ম্যাচটি ৩৩ রানে জিতে নেয় দলটি। এই ম্যাচ হারলেও ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইলো গুজরাট। লক্ষ্ণৌ উঠে আসলো ছয় নম্বরে। যদিও আইপিএলের প্লে অফের চার দল নির্ধারিত হয়ে যাওয়ায় আসরটির এখনকার ম্যাচগুলো কেবলই যেন নিয়মরক্ষার।

২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৪৬ রান তোলে গুজরাট। ১৬ বলে ২১ রান করে মিড অফে ক্যাচ দিয়ে ফিরে যান সুদর্শন। তার উইকেটটি নেন উইলিয়াম ও'রুর্কি। এরপর ৯৬ রানের মধ্যে আরো দুই উইকেট হারায় গুজরাট।

২০ বলে ৩৫ রান করে আবেশ খানের বলে লং অফে ক্যাচ দিয়ে ফিরে যান শুভমান গিল। দশম ওভারে আকাশ সিং দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করেন জস বাটলারকে। এ দিন ১৮ বলে ৩৩ রান আসে বাটলারের ব্যাটে। -- ক্রিক‌ফ্রেঞ্জি

তারপর ৮৬ রানের জুটি গড়েন শেরফান রাদারফোর্ড এবং শাহরুখ। ২২ বলে ৩৮ রান করে ডিপ মিড উইকেটে ক্যাচ তোলা রাদারফোর্ডকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ও'রুর্কি। একই ওভারে রাহুল তেওয়াটিয়াকে ফেরান কিউই এই পেসার।
লং অনে ক্যাচ দিয়ে আত্মসমর্পণ করা তেওয়াটিয়া করেন তিন বলে দুই রান। ১৮তম ওভারের শেষ বলে ফিরে যান আরশাদ খানও। সতীর্থদের আসা যাওয়া দেখতে দেখতে আবেশের বলে ফিরে যান শাহরুখও। তার ২৯ বলে ৫৭ রানের ইনিংসটি পরাজয়ের ব্যবধানই কেবল কমায়। ২০২ রানে থামে গুজরাট। ২৭ রান খরচায় তিন উইকেট নেন ও'রুর্কি।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ২৩৫ রান করে লক্ষ্ণৌ। ওপেনিং জুটিতেই দলটি তোলে ৯১ রান। ২৪ বলে ৩৬ রান করে সাই কিশোরের বলে লং অফে ক্যাচ দিয়ে ফিরে যান মার্করাম। তারপর ১২১ রানের জুটি গড়েন মার্শ এবং পুরান।

১৯তম ওভারে ফিরে যান সেঞ্চুরিয়ান মার্শ। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার আরশাদের খানের বলে কাভারে ক্যাচ দিয়ে ফিরে যান। ফেরার আগে ৬৪ বলে ১০টি চার ও আটটি ছক্কায় ১১৭ রান করেন তিনি। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকা পুরান ২৭ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন। ছয় বলে ১৬ রানে অপরাজিত থাকেন ঋষভ পান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়