শিরোনাম
◈ ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পর্যায়ক্রমে কারখানা ছুটি দেয়াসহ একগুচ্ছ সিদ্ধান্ত ◈ জুনে রিজার্ভ দাঁড়াবে ৩০ বিলিয়ন ডলার : গভর্নর ◈ বাংলাদেশ - পাকিস্তান সি‌রি‌জের নতুন সূচি প্রকাশ ◈ এবার টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা ৪৮ ঘণ্টার মাথায় প্রত্যাহার, কারণ যা জানাগেল ◈ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাবাহিনী প্রধান ◈ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম ◈ দুই মামলায় ব্যারিস্টার সুমনকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল ◈ নুরের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ ডিএনসিসির, জবাব দিল গণঅধিকার পরিষদ ◈ চাকরিতে শৃঙ্খলা ফিরাতে নতুন অধ্যাদেশ, কর্মচারীদের মধ্যে আতঙ্ক ◈ পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় বিশৃঙ্খলা করছেন নুর, অভিযোগ ডিএনসিসির

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাবর-রিজওয়ান ও শাহীনকে বাদ দি‌য়ে বাংলাদেশের বিরু‌দ্ধে পাকিস্তান দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত পাকিস্তান দলে বেশ কিছু চমক রয়েছে। দলের অভিজ্ঞ তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদিকে এই সিরিজে রাখা হয়নি।

রিজওয়ানের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আঘা। সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন শাদাব খান। কিছুদিন আগেও এই সিরিজ ঘিরে ছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত মাঠে গড়াতে চলেছে দুই দেশের দ্বিপাক্ষিক লড়াই।

দলে জায়গা পেয়েছেন চলতি বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়া সাহিবজাদা ফারহান। দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই শেষে দলে ফিরেছেন সাইম আইয়ুব। পিএসএলে দুর্দান্ত পারফর্ম করা ফখর জামানও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

এই সিরিজ দিয়েই পাকিস্তান ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। দলটির প্রধান কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে মাইক হেসনের। স্কোয়াড গঠনে ঘরোয়া টি-টোয়েন্টি আসর পিএসএলের পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা।

বাংলাদেশও ইতোমধ্যে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকা খেলোয়াড়রাই অংশ নেবেন পাকিস্তান সফরে। সিরিজের সূচি এখনো চূড়ান্তভাবে ঘোষণা না হলেও পিসিবির ওয়েবসাইটে বলা হয়েছে, সিরিজ শুরু হবে ২৭ মে।

পাকিস্তান স্কোয়াড- সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়