শিরোনাম
◈ চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার ◈ ১৫ বছরে বাজারের প্রতিযোগিতা নষ্ট করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা ◈ বেনাপোলে স্কুলের ফ্যান,ক্যামেরা, চেয়ার ভেঙে শিক্ষার্থীদের টিকটক ◈ বাংলাদেশের প্রতি বিশ্বের আস্থা বাড়ছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, কাল বিক্ষোভে নামছে এনসিপি (ভিডিও) ◈ কালো টাকা সাদা করার সব বিধান বাতিলের দাবি টিআইবির ◈ ধর্মীয় সম্প্রীতির নামে সংঘাত, স্বর্ণমন্দিরে হামলা অভিযোগ নতুন রাজনৈতিক উত্তেজনার ঝুঁকি ◈ পশ্চিমবঙ্গের আত্রাই নদীতে বাঁধ ধসে বিপাকে স্থানীয়রা, প্রভাব পড়বে বাংলাদেশে ◈ আইন নিজের হাতে নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপির সতর্কবার্তা ◈ ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা, ৩ নেতাকে ছাড়িয়ে নিলেন মাসউদ

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০১:০৬ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটার বৈভবের বয়স নি‌য়ে স‌ন্দেহ, প‌ড়েন ক্লাস এই‌টে, স্কুল ফি অ‌নেক

স্পোর্টস ডেস্ক :  বয়স মাত্র ১৪ বছরের থেকে কিছুটা বেশি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণের আগে তাঁকে সে অর্থে চিনত না ক্রিকেট মহলের কেউই। তবে রাজস্থানের দৌলতে আই‌পিএল ২০২৫ নিলামে  ১, ১০ কোটি দাম পান বিহারের ভূমিপুত্র বৈভব সূর্যবংশী। আর তারপর থেকেই কিশোর প্রতিভার নাম মুখে মুখে বহুদূর ছড়িয়ে যায়। পরবর্তীতে আই‌পিএ‌লের র মঞ্চে নেমে প্রথম ম্যাচে শুধু ঝলক দেখিয়েছিলেন বৈভব।

তবে গুজরাতের বিপক্ষে পরের ম্যাচে মাত্র ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরি করে ভারতের সবচেয়ে কম বয়সি সেঞ্চুরিয়ান হয়ে উঠেছেন বিহারের সূর্যবংশী। আর এরপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ক্রিকেটারের ক্রিকেটীয় প্রতিভার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন বেশি আলোচনায় এসেছে। যার মধ্যে অন্যতম হল বৈভবের বয়স ও তাঁর পড়ুয়া জীবন। অনেকেই জানতে চাইছেন, কোন বিদ্যালয়ে পড়ে বৈভব? কারও জিজ্ঞাস্য, বৈভবের টিউশন ফি কত? যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে এই প্রতিবেদনে।

-- কোন বিদ্যালয়ে পড়েন বৈভব সূর্যবংশী? --

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রেকর্ড বুক অনুযায়ী বিহারের ভূমিপুত্র বৈভব সূর্যবংশীর বয়স ১৫ ছুঁতে ঢের দেরি। খোঁজ-খবর নিয়ে জানা গেল, রাজস্থানের এই কিশোর প্রতিভা বর্তমানে অষ্টম শ্রেণীর ছাত্র। আসলে বৈভব যেহেতু বিহারের সমস্তিপুরের বাসিন্দা তাই ছোট থেকেই সমস্তিপুর জেলার তাজপুর গ্রামের ডক্টর মুক্তেশ্বর সিনহা মডেস্টি স্কুলে পড়াশোনা করে আসছেন তিনি। জানিয়ে রাখি, বৈভবের ওই স্কুলের বর্তমান অধ্যক্ষ অঞ্জলি কেওয়াত।

-- বৈভবের স্কুল ফি কত?--

সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, একেবারে ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী ছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৯ বছর বয়সে তাঁকে পাটনার জেনেক্স ক্রিকেট অ্যাকাডেমিতে কোচ মনীশ ওঝার অধীনে ভর্তি করা হয়েছিল। আর সেই সূত্রেই সকাল সাড়ে সাতটা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুশীলন চলত সূর্যবংশীর। তবে তার আগে ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত হোম টিউশন নিতেন বৈভব। এরপরই অনুশীলনের জন্য তৈরি হয়ে বেরিয়ে যেতেন তিনি।

তবে এসবের পাশাপাশি অনেকেই জানতে চেয়েছেন বৈভব যে বিদ্যালয়ে পড়াশোনা করেন সেখানকার ফি কত? তাদের ধারণার ক্ষেত্রে বলে রাখি, মুক্তেশ্বর সিনহা মডেস্টি স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ২০২৪-২৫ সেশনের জন্য বৈভবের স্কুল ফি ছিল- ২১০০ টাকা ( টিউশন ফি ), পরীক্ষার ফি ৮০০ টাকা ও কার্যকলাPpপ ফি ২৪০০ টাকা।

প্রসঙ্গত, সম্প্রতি বৈভবের বয়স নিয়ে একাধিক বিতর্ক দানা বেঁধেছে। ক্রিকেট মহলের অনেকেই বৈভবের বয়স যে ১৪ বছর তা সে অর্থে বিশ্বাস করতে পারছেন না। যদিও অতি সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বলেছিলেন, আমরা কাউকে ভয় পাইনি। যেভাবে বিতর্ক তৈরি হচ্ছে তাতে হয়তো বৈভবকে আবারও বয়সের জন্য বোর্ডের পরীক্ষা দিতে হবে। যদিও সেই পরীক্ষার জন্য ছেলে বৈভব ইতিমধ্যেই প্রস্তুত বলেই জানিয়েছিলেন বাবা সঞ্জীব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়