শিরোনাম
◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুইদিন বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে দলের সঙ্গে রিশাদ-নাহিদ রানা

ভিসা জটিলতায় দুইদিন দুবাই বিমানবন্দরে আটকে থাকার পর দলের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা।  ইমিগ্রেশনে সমস্যা থাকায় এয়ারপোর্ট সংলগ্ন হোটেলে ছিলেন এই দুই ক্রিকেটার। এমিরেটস ক্রিকেট বোর্ডের সহায়তায় সমস্যা সমাধানের পর শুক্রবার (১৬ মে) আরব আমিরাত সফরে থাকে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা। 

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী শনিবার (১৭ মে) রাত ৯টায় স্বাগতিক আমিরাতের মুখোমুখি হবে লিটন দাসের দল। তবে সিরিজ শুরুর আগে এক অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৪ মে দুই ধাপে বিভক্ত হয়ে ইউএইতে যায় বাংলাদেশ দল। সেদিন প্রথম ধাপে এই দুই ক্রিকেটার ঢাকা ছাড়েন। তবে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ইমিগ্রেশন পার হতে পারেননি তারা।  পাকিস্তানে পিএসএল খেলে সদ্য দেশে ফেরা এই দুই ক্রিকেটার সিরিজ উপলক্ষে আবার আমিরাতে যোগ দিতে গেলে পড়েন ভিসা ও ইমিগ্রেশন জটিলতায়। দুবাই বিমানবন্দরে তাদের আটকে রাখা হয় টানা দুই দিন। এমনকি একসময় শঙ্কা দেখা দেয়, হয়তো দেশে ফিরতেই হবে তাদের।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস জানান, রিশাদ ও নাহিদের স্পেশাল ভিসা থাকায় প্রবেশের সময় ইমিগ্রেশন কিছু আপত্তি তোলে। তবে আরব আমিরাত ক্রিকেট বোর্ড দ্রুত বিষয়টি সমাধানে উদ্যোগ নেয়। এই সময়টায় তারা বিমানবন্দরের হোটেলেই অবস্থান করছিলেন। সব সমস্যা কাটিয়ে শেষ পর্যন্ত তারা বৃহস্পতিবার রাতে দলের সঙ্গে যোগ দেন।

উল্লেখ্য, এই দুই তরুণ প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছিলেন। কিন্তু ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার জেরে পিএসএলে তাদের অভিজ্ঞতা সুখকর হয়নি। নিরাপত্তা শঙ্কায় তারা তড়িঘড়ি করে ৯ মে দুবাইয়ে ফেরত আসেন এবং পরে দেশে ফিরে আসেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়