শিরোনাম
◈ যুদ্ধের মুখে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা রাখে ‘মামাদ’ কৌশল ◈ গাজায় ‘মানবসৃষ্ট খরা’তে শিশুরা তৃষ্ণায় মৃত্যুর ঝুঁকিতে: ইউনিসেফের সতর্কবার্তা ◈ বাংলাদেশের এক বিভাগের চেয়েও ছোট আয়তনের ইসরায়েলের জনসংখ্যা কত? ◈ সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে, বেইলি রোড থেকে আটক ◈ এই ইসরায়েল হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, অথচ তারা গাজায় ৭০০ হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে, শিগগিরই ফিরবেন: আমীর খসরু ◈ জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি: সংঘাত ছড়িয়ে পড়লে এমন আগুন জ্বলবে, যা কেউ থামাতে পারবে না ◈ আইআরজিসির কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি ◈ বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৬ ◈ নিজ এলাকায় সন্ধ্যার পর ১৫ শতাংশের বেশি মানুষ নিরাপদ বোধ করেন না, তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর!

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১১:৩৬ রাত
আপডেট : ২০ জুন, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : যুদ্ধ বিরতির ঘোষণা এলেও শেষ হয়নি ভারত-পাকিস্তান সংঘাত। এরই মধ্যে করাচিতে এক সমাবেশে অংশগ্রহণ করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। সেখানে তিনি নিজ দেশের সেনাবাহিনীর প্রশংসা করে জানান, চুপ থাকবেন না তারা।

আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষা ভাঙতে পারবে না কেউ। পাকিস্তানকে শত্রু বানানোর খেসারত কেমন হতে পারে, তা আশা করি ইতোমধ্যে মোদি বুঝতে পেরেছে। ’ ভারতের বিপক্ষে সাবেক এই ক্রিকেটারের অভিযোগ, ‘তারা শিশুদের হত্যা করছে, মসজিদ ও সাধারণ মানুষের ওপরও হামলা চালাচ্ছে।

যদিও আমরা শান্তিপ্রিয় জাতি, তবে আগ্রাসনের জবাবে চুপ করে থাকবো না। নিজ দেশের সেনাবাহিনীর প্রশংসা করে ওই সভায় আফ্রিদি বলেন, ‘ভারত আগ্রাসন শুরু করেছে। কিন্তু পাকিস্তানের জবাব ছিল আত্মরক্ষামূলক এবং গর্বের। আমাদের সেনাবাহিনীকে হারানো সম্ভব না। 

কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের বিপক্ষে অপারেশন ‘সিঁদুর’ চালায় ভারত। যার প্রতিউত্তরে পাকিস্তানও ভারতে হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বিরতির একটি শান্তিচুক্তি হয়। এরপরও প্রতিবেদন বলছে, থেমে নেই দুদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়