শিরোনাম
◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ১০:৩১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : স্প‌্যা‌নিশ লা লিগার ই‌তিহা‌সে ৯৬ বছ‌রের পুরা‌নো রেকর্ড ভে‌ঙে গে‌লো, শেষদিকে ম্যাচের গতিপথ পাল্টে দেওয়া, অন্তিম মুহূর্তে প্রতিপক্ষের মুঠো থেকে জয় ছিনিয়ে নেওয়া-এমন অনেক কিছুই আগে দেখিয়েছেন আলেকসান্দার সরলথ। এবার তিনি গড়লেন লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। প্রথম ৩০ মিনিটেই চার গোল করে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিলেন। -- বি‌ডি‌নিউজ

মাদ্রিদের মেত্রোপলিতানোয় শনিবার রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে সরলথের চমৎকার পারফরম্যান্সে ৪-০ ব্যবধানে জিতেছে আতলেতিকো মাদ্রিদ। লক্ষ্যে চারটি শট নিয়ে সবগুলোই জালে জড়ান সরলথ।

রেকর্ড গড়ার পথে ঘরের মাঠে সপ্তম মিনিটে পাবলো বারিওসের ক্রস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন সরলথ। দশম মিনিটে ডি-বক্সের কিনারা থেকে ব্যবধান দ্বিগুণ করার ৬০ সেকেন্ড পর কাছ থেকে বল জালে পাঠিয়ে হাটট্রিক পূরণ করেন নরওয়ের তারকা।

ঘড়ির কাঁটায় তখন ম্যাচের সময় ১১ মিনিট। ভেঙে যায় লা লিগার ইতিহাসে ৯৬ বছরের পুরোনো রেকর্ড; সাবেক স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস বেস্তিত ১৯২৯ সালে ১৫ মিনিটে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়ার পর, ১৯৪১ সালে সেটা স্পর্শ করেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড এদমুন্দো সুয়ারেস।

এরপর ৩০তম মিনিটে জাভি গালাহর পাস ধরে ডি-বক্সের মধ্য থেকে দলের ও নিজের চতুর্থ গোলটি করেন সরলথ। সবগুলো গোলই তিনি করলেন বাঁ পায়ের শটে।

চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত আতলেতিকোর সর্বোচ্চ গোলদাতা ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি করেছেন হুলিয়ান আলভারেস।

গত মৌসুমেও লা লিগার একটি ম্যাচে চার গোল করেছিলেন সরলথ, ভিয়ারেয়ালের হয়ে। গত বছরের মে মাসে তার ওই অবিশ্বাস্য পারফরম্যান্সে রেয়াল মাদ্রিদকে-৪-৪ গোলে রুখে দিয়েছিল ভিয়ারেয়াল।

দারুণ এই জয়ে শিরোপা লড়াইয়ে এখনও টিকে রইল আতলেতিকো। ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। তাদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। আর ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এই দুটি দল একটি করে ম্যাচ কম খেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়