শিরোনাম
◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল্যান্ড এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউ জিল্যান্ডের ‘এ’ দলের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে জয়ের পথ সহজ করে দিয়েছিলেন শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেনরা। ছোট লক্ষ্য তাড়ায় কোনো বিপদ হতে দেননি ব্যাটাররা। ৭ উইকেটের সহজ জয়ে ৫০ ওভারের তিন ম্যাচের সিরিজ শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। -- অলআউট স্পোর্টস

সোমবার সিলেটে সিরিজের প্রথম একদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ডকে ১৪৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ২২ ওভার ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

প্রথম ৭ ওভারের ভেতর চার কিউই ব্যাটারকে সাজঘরে ফেরান শরিফুল ও খালেদ। তাদের কেউই রানের খাতা খুলতে পারেনি। এরপর উইকেট শিকারে যোগ দেন ইবাদত ও তানভীর ইসলাম। সফরকারীদের হয়ে দুই অঙ্কের ঘরের দেখা পান কেবল দু’জন।

৫১ বলে ৪২ রান করা ওপেনার রিস মারিউকে স্টাম্পিং করান তানভীর। অন্যদিকে ৬৪ বলে ৭২ রান করেন ডিন ফক্সক্রফট। শেষ উইকেট জুটিতে দলের খাতায় ৬২ রান যোগ করেন তিনি। ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে ইনিংসের ইতি টানেন ইবাদত। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন পাঁচ ব্যাটার।

খালেদের শিকার ৩ উইকেট। দুটি করে উইকেট নেন শরিফুল ও ইবাদত। বাঁহাতি স্পিনে তানভীরের শিকার ৩ উইকেট।

রান তাড়ায় দলকে আগ্রসী শুরু এনে দেন নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন। ১২ বলে ২৪ রান করা ইমনের বিদায়ে থামে ৩৬ রানের উদ্বোধনী জুটিটি।  দলীয় ৫৩ রানে ফেরেন নাঈম (১৮)। তৃতীয় উইকেটে এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫৫ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছায় বাংলাদেশ। বিজয় ফেরেন ৩৮ রান করে। এরপর মাহিদুলের ৪২ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ২০ রানের অপরাজিত দুটি ইনিংসে ২৭ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

একই মাঠে আগামী বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়