শিরোনাম
◈ ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান ◈ ‌‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে’ ◈ জোবাইদা রহমান বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? ◈ গোপনে পাকিস্তানি নারীকে বিয়ে, ভিসা লঙ্ঘনে চাকরি গেল ভারতীয় জওয়ানের! ◈ ৮০০ ডলারের নিচের পণ্যে শুল্ক বসাল ট্রাম্প, চাপে তেমু-শেয়েন, বিপাকে ডিজিটাল বিজ্ঞাপন বাজার ◈ "নির্বাচনে ব্যবহার না হলেও দেড় লাখ ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত, হস্তান্তর প্রক্রিয়াও ঝুলে আছে" ◈ এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ ◈ ইং‌লিশ লি‌গে হে‌রেই গে‌লো আর্সেনাল ◈ টানা ১৪ বারের মতো জয় পেল সিঙ্গাপুরের পিএপি ◈ অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বশান্ত বাসযাত্রী

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০৯:৩৩ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রীর ছবিতে লাইক ঘিরে তোলপাড়, ভুল বোঝাবুঝির ব্যাখ্যা দিলেন কোহলি

ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। মাঠে নামলেই ছোটাচ্ছেন রানের ফুলঝুরি। আইপিএলে নেতৃত্ব এবং ব্যাট হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দিয়ে যাচ্ছেন দারুণ সমর্থন। এরই মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিব্রতকর এক পরিস্থিতিতে কোহলি। ভারতের এক অভিনেত্রীর ছবিতে লাইক দেওয়া নিয়ে চলছে আলোচনা। ব্যাপারটি ব্যাখ্যা করে পরে ইনস্টাগ্রামে স্টোরিও পোস্ট করেছেন তিনি।

ভারতীয় অভিনেত্রী অভনীত কৌরের ফ্যান পেইজের পোস্টে রি-অ্যাকশন দেন কোহলি। লাইক দেওয়ার একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামের সেই ছবিতে দেখা যায়, অভনীত কৌরের ভক্তদের পরিচালিত পেজের পোস্টে লাইক দিয়েছেন তিনি। অখ্যাত একজন অভিনেত্রীর ছবিতে কোহলির লাইক মানতে পারছেন না কোহলিভক্তরা। কেউ আবার কোহলির পাশেও দাঁড়িয়েছেন।

সব মিলিয়ে বিতর্কের অবসানে এবার কোহলিকেই দিতে হলো ব্যাখ্যা। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, আমি ইনস্টাগ্রামে স্ক্রলিংয়ের সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত কোনো প্রতিক্রিয়া পড়ে গেছে বলে মনে হচ্ছে (সেই ছবিতে)। এমন কাজের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি এ ঘটনায় অহেতুক কোনো অনুমান করতে শুরু করে দেবেন না। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’

১ মে ছি বলিউড অভিনেত্রী ও কোহলির স্ত্রী আনুশকা শর্মার জন্মদিন। এ ‍উপলক্ষে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার স্ত্রীকে ভালোবাসায় ভাসিয়ে একটি পোস্ট করেন। দুজনের ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন সেখানে। আর সেদনিই ঘটল এই অনাকাঙ্ক্ষিত লাইক দেওয়ার ঘটনা। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়