শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:২১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রিয়াল মা‌দ্রিদ ছে‌ড়ে দে‌বেন কোচ আন‌চেল‌ত্তি, কর্তৃপ‌ক্ষের সঙ্গে আলোচনায় বসবেন

স্পোর্টস ডেস্ক: দিন যতোই যাচ্ছে কোচ কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনও ততোই যেন জোরালো হচ্ছে। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছে, ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ইতালিয়ান এই কোচ। -- অলআউট স্পোর্টস

গত শনিবার কোপা দেল রের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারে রিয়াল। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলিয়ে আর্সেনালের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। অন্যদিকে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে আনচেলত্তির দল। লিগে তাদের হাতে আছে আর পাঁচ ম্যাচ।

২০২৬ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি থাকলেও ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল। গত সপ্তাহের এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, সম্প্রতি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে আনচেলত্তির প্রতিনিধি এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের মধ্যে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

এবার সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, পেরেসের সঙ্গে আসন্ন বৈঠকে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের শেষ লিগ ম্যাচের পর আনচেলত্তির বিদায়ের ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা বেশি। 
দুটি মেয়াদে সান্তিয়াগো বের্নাবেউয়ে দায়িত্ব পালন করা আনচেলত্তি ইতোমধ্যে রিয়ালের ইতিহাসের অন্যতম সফল কোচ হয়ে উঠেছেন। ৬৫ বছর বয়সী এই কোচের অধীনে তিনটি চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি দুটি লা লিগার শিরোপা জিতেছে দলটি।

শনিবার বার্সেলোনার কাছে শিরোপা হাতছাড়ার করার পর সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, “আমি মাদ্রিদে থাকবো কিনা, সেটা আজকের আলোচনার নয়, এটা সামনের সপ্তাহগুলোর আলোচনার বিষয়।”

গত ১৯ এপ্রিলও এমনটাই জানিয়েছিলেন আনচেলত্তি। তবে আগামী জুন-জুলাইয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে তিনি থাকবেন কিনা, সে বিষয়ে কিছু নিশ্চিত করেননি

  • সর্বশেষ
  • জনপ্রিয়