শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০২:৩৮ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টটেনহ্যামকে গোলবন্যায় ভাসিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো লিভারপুল

টটেনহ্যাম হটস্পারকে গোল বন্যায় ভাসিয়ে চার ম্যাচ হাতে রেখে এ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জিতলো লিভারপুল।

রোববার (২৭ এপ্রিল) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে অলরেডরা।

 মাত্র এক পয়েন্ট পেলেই রেকর্ড ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হতো লিভারপুলের। তবে কোনো সংশয় রাখেনি অলরেডরা। অ্যানফিল্ডে টটেনহাম হটস্পারকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে তারা। আর এর মাধ্যমেই ৪ ম্যাচ হাতে রেখে এ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুললো দলটি।
 
 ম্যাচের শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল লিভারপুল। ডমিনিক সোলাঙ্কের হেড থেকে এগিয়ে যায় টটেনহাম। কিন্তু গোল হজমের মাত্র চার মিনিটের মাথায় লুইস দিয়াজ সমতায় ফেরান অলরেডদের। এরপর অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। বিরতির আগে ব্যবধান বাড়িয়ে তোলেন কডি গাকপো, করেন দলের তৃতীয় গোল।
 
দ্বিতীয়ার্ধে লিভারপুলের দাপট ছিল আরও বেশি। ৬৩ মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের পাস ধরে ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে জাল কাঁপান মোহাম্মদ সালাহ। এটি চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে তার ২৮তম গোল, শীর্ষ গোলদাতার আসনে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন তিনি। একই সঙ্গে ১৮৫তম গোল করে প্রিমিয়ার লিগের সর্বকালের শীর্ষ গোলদাতাদের তালিকায় সার্জিও আগুয়েরোকে টপকে পঞ্চম স্থানে উঠে এলেন মিশরীয় তারকা।
 
খেলার ৬৯তম মিনিটে আবারও গোলের দেখা পায় লিভারপুল। আলেক্সান্ডার-আর্নল্ডের বাড়ানো ক্রস সালাহর কাছে পৌঁছানোর আগেই নিজেদের জালে বল পাঠিয়ে বসেন টটেনহাম ডিফেন্ডার উডোগি। এই আত্মঘাতী গোলেই ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়