শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রিশাদ হো‌সে‌নের লাহোর কালান্দার্সকে সহ‌জেই হারা‌লো পেশাওয়ার জাল‌মি

স্পোর্টস ডেস্ক ; পেশাওয়ার জাল‌মি এক‌পে‌শে খে‌লে‌ছে,   লাহোর কালান্দার্সকে পাত্তাই দিলো না তারা। রিশাদ হোসেন-শাহীন শাহ আফ্রিদির দলকে ৭ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। এ দিন বল হাতে ম্লান ছিলেন রিশাদ। দুই ওভারে ১৮ রান দিলেও উইকেট পাননি তিনি। ব্যাট হাতে করেন ১৩ বলে ১৩ রান।--- ক্রিক‌ফ্রেঞ্জি

১৩০ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে সাত রানের মধ্যে দুই এবং ৪০ রানের মধ্যে তিন উইকেট হারায় পেশাওয়ার। তবে পাওয়ার প্লে'তে তিন উইকেটে ৫২ রান তোলে দলটি। নবম ওভারে বোলিংয়ে ডাক পড়ে রিশাদের। নিজের প্রথম ওভারে সাত রান দেন এই লেগি।

ওভারের তৃতীয় বলে এক্সট্রা কাভারে তাকে চার হাঁকান বাবর আজম। এই ওভারে আরো তিনটি সিঙ্গেলস দেন রিশাদ। সবমিলিয়ে দেন সাত রান। ১১তম ওভারে আবারো বোলিং করেন রিশাদ। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে দুই রান দেন তিনি, দ্বিতীয় বলে দেন এক রান। তৃতীয় বলে সিঙ্গেল নেন বাবর।

চতুর্থ বলটি ওয়াইড লেংথে গুগলি দিয়েছিলেন রিশাদ, সেটিকে কাট করে থার্ড ম্যান সীমানা দিয়ে চার মারেন হুসেইন তালাত। এরপরের দুটি বলে দুই রান ও সিঙ্গেল নেন তালাত। এই ওভারে ১১ রান দেন রিশাদ। দুই ওভারে ১৮ রান খরচ করার পর তাকে আর বোলিংয়ে আনেনি লাহোর।

ততক্ষণে অবশ্য জয়ের কাছাকাছি পৌঁছে যায় পেশাওয়ার। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে এই লক্ষ্য তাড়া করে দলটি। বাবর ৪২ বলে ৫৬ এবং তালাত ৩৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। দুজনের জুটি ছিল ৯৩ রানের। রিশাদের দলে অধিনায়ক আফ্রিদি ২২ রান খরচায় দুই উইকেট নেন, একটি উইকেট নেন হারিস রউফ।

আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ১২৯ রান করে লাহোর। নিয়মিত বিরতিতে উইকেট পতনের দিনে সিকান্দার রাজার ৩৭ বলে ৫২ রানের ইনিংসে এই সংগ্রহ গড়েছে লাহোর। এ ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। এই ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে লাহোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়