শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দুর্দান্ত জয় পে‌লো আবাহনী ও মোহামেডান, হে‌রে গে‌লো লি‌জেন্ড অব রুপগঞ্জ

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে ৫০ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অগ্রণী ব্যাংককে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে দারুণ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রোববার (২০ এ‌প্রিল) জয় পাওয়া তিন দলই আছে শিরোপার রেসে। ডেই‌লি ক্রিকেট

মিরপুর শের-ই বাংলায় আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৭৮ রানের সংগ্রহ পায় আবাহনী। ৭০ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন ইমন। মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে এসেছে ৭০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২২৮ রান তোলে গুলশান। দলটির হয়ে ৭৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন নিহাদুজ্জামান। এই রান অবশ্য গুলশানের কোনো কাজে আসেনি। দিন শেষে তারা হেরেছে ৫০ রানের ব্যবধানে। এই হারে শিরোপা রেসে কিছুটা পিছিয়ে গেছে তারা।

অন্যদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে রনি তালুকদারের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে দারুণ জয় পেয়েছে মোহামেডান। বৃষ্টির কারণে ৪২ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করেছিল অগ্রণী।

জবাবে ব্যাট করতে নেমে রনি ও আনিসুল ইসলামের দারুণ ব্যাটিংয়ে ৩৬.১ ওভারেই জয় তুলে নেয় মোহামেডান। ১০০ বলে ১২২ রান করে রিটায়ার হার্ট হয়ে মাঠ ছেড়েছেন রনি। ৮২ বলে ৭৫ রান করেছেন আনিসুল। তবে বড় ইনিংস খেলতে ব্যর্থ মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে বিকেএসপির চার নম্বর মাঠে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে রুপগঞ্জের বিপক্ষে দারুণ জয় পেয়েছে গাজী। বৃষ্টির কারণে ৪১ ওভারে গড়ায় ম্যাচ। কিন্তু ৩৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ২২৩ রান তোলে রুপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম।

জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন বিজয়। ১০৫ বলে ১১০ রান করে অপরাজিত ছিলেন ডানহাতি এ ব্যাটার। স্বীকৃত ক্রিকেটে এটি বিজয়ের ৫০তম সেঞ্চুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়