শিরোনাম
◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৫:১০ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের বিরুদ্ধে আ‌র্থিক দুর্নীতির অভিযোগ 

স্পোর্টস ডেস্ক ; পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‌বিরু‌দ্ধে আর্থিক দুর্নীতি অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। এই অভিযোগ তুলেছেন দেশটির সাংবাদিক শাহিদ হাশমি। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে বাজেট পেয়েছিলো পিসিবি, তার যথাযথ ব্যবহার করা হয়নি। সামা টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পিচও ঠিকঠাক পরিচর্যা করে না পিসিবি— এমন অভিযোগও তোলেন তিনি।

ঘটনার সূত্রপাত সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির সময়ের। সাংবাদিক শাহিদ হাশমি জানান, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পরিচর্যার জন্য কিউরেটর নিজের মোটরবাইক বিক্রি করেছেন। সামা টিভিতে কথা বলতে গিয়ে পিসিবির বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন সাংবাদিক শাহিদ হাশমি।

তিনি আরও জানান, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের জন্য সার প্রয়োজন ছিল। এর জন্য বাজেট ও খরচের প্রস্তাব পিসিবির কাছে পাঠানো হয়েছিলো। কিন্তু সেটি নাকি থেকে যায় কেবল কাগযে কলমে। তাই কিউরেটর বাধ্য হয়ে নিজের ব্যক্তিগত মোটরবাইক বিক্রি করে সার কিনেছেন।

ঘটনা এখানেই শেষ নয়, আরও এক উদাহরণ দিয়ে আর্থিক দুর্নীতির ইঙ্গিত দেন এই সাংবাদিক। দাবি করেন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য যে বাজেট পিসিবি পেয়েছিলো তার কোন সঠিক ব্যবহার করা হয়নি। পিসিবি নাকি নিজেরা কিছু না করে কাজ অন্যের ঘারে চাপিয়ে দেয়। এমনকি ঘরোয়া ম্যাচের পিচ ব্যবস্থাপনার কাজও করা হয়না। ম্যাচের আগে দেয়া হয়না আবহাওয়া রিপোর্টও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়