শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান টানা দুই হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের মুখ দেখলো

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান। এবার তৃতীয় ম্যাচে পরিবর্তন হয়েছে সেই দৃশ্যপটের। দুইশ রানের বেশি লক্ষ্য ৪ ওভার হাতে রেখেই টপকে গেছে তারা। ৯ উইকেটের জয়ে সিরিজে ফিরেছে সালমান আলী আগার দল।

শুক্রবার অকল্যান্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে মার্ক চ্যাপম্যানের ৯৪ রানের পর ২০৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে হাসান নাওয়াজের বিধ্বংসী শতকে ২৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। অলআউট স্পোর্টস

সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরা নাওয়াজ এদিন অপরাজিত থাকেন ১০৫ রানে। ৪৫ বলের ইনিংসটি ডানহাতি এই ব্যাটার সাজান ১০ চার ও ৭ ছক্কায়। ৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম শতকের রেকর্ড গড়েন ২২ বছর বয়সী এই ব্যাটার। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে নিজের প্রথম শতক হাঁকিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

লক্ষ্য তাড়ায় মোহাম্মদ হারিসকে নিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন নাওয়াজ। ২০ বলে ৪১ রান করা হারিস ফিরলে ভাঙে ৩৫ বলে ৭৪ রানের উদ্বোধনী জুটিটি। এরপর অধিনায়ক সালমানকে নিয়ে বোলারদের ওপর তা-ব শুরু করেন নাওয়াজ।

দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার গড়েন ৬১ বলে ১৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি। তবে এক্ষেত্রে অবদান আছে ইশ সোধিরও। দশম ওভারে নাওয়াজের ক্যাচ নিতে ব্যর্থ হন তিনি। সে সময় ৬৮ রানে ব্যাট করছিলেন নাওয়াজ। ৩১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন সালমান।

প্রথম দুই ম্যাচে হতাশ করা পাকিস্তানের পেসাররা এদিন দলকে ভালো শুরু এনে দেন। পাওয়ারপ্লের ভেতরই তুলে নেন দুই ওপেনার ফিন অ্যালেন (০) ও টিম সাইফার্টকে (১৯)। তবে অপর প্রান্তে বোলারদের ওপর তা-ব চালাতে থাকেন চ্যাপম্যান। কিন্তু ২৯ বলে ফিফটি হাঁকানো বাঁহাতি এই ব্যাটারকে তেমন কেউ সঙ্গ দিতে পারেননি। তার ৪৪ বলের ইনিংসটি থামিয়ে পাকিস্তানকে স্বস্তি এনে দেন শাহিন শাহ আফ্রিদি। সে সময় নিউ জিল্যান্ডের সংগ্রহ ছিল ১২ ওভার ৫ বলে ৫ উইকেটে ১৪১ রান।

বাকিটা সময় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ৩১ রানের ইনিংসে দুইশ’র ভিত পায় তারা। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন হারিস রউফ। ২টি করে উইকেট পান শাহিন, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি।

আগামী রোববার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের চতুর্থ টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়