শিরোনাম
◈ শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন (ভিডিও) ◈ আছিয়াকে ধর্ষণ ও হত্যা: হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে ◈ নাটোরে আম পাড়া নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তাক্ত সংঘর্ষ, গুলিবর্ষণ (ভিডিও) ◈ সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের ◈ জমি-ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচে বড় ছাড়: বাজারমূল্যে দলিল বাধ্যতামূলক করার উদ্যোগ ◈ জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, অপেক্ষা সরকারের সবুজ সংকেতের ◈ মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আগামীকাল বৃহস্পতিবার ◈ সিরাজগঞ্জে হামলার আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ, সরিয়ে নিচ্ছে আসবাবও (ভিডিও) ◈ সেনাপ্রধানকে নিয়ে ’পিওর গুজব ছড়ানো হচ্ছে’, এই ধরনের তথ্য ছড়াচ্ছে, তারা দেশে অস্থিরতা তৈরি করতে চায় : প্রেস সচিব ◈ বিদেশি অপারেটরকে টার্মিনাল? রাজনৈতিক মহলে তুমুল বিরোধিতা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত শর্মা সর্বকালের সেরা অধিনায়কদের একজন হবেন: এ বি ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : পরপর দুটি আসর জয় করেছে ভারত। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও ঘরে তুলেছে তারা। এই দুই শিরোপা জয়ের মধ্যে ব্যবধান সাত মাস। দুই আসরের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে ফাইনালে তুলতেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। অধিনায়ক হিসেবে প্রায় ৭৪ শতাংশ ম্যাচ জেতার রেকর্ডটাও আছে হিটম্যানের নামের পাশে। এবার রোহিতের প্রশংসায় মাতলেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স। 

তার মতে, সর্বকালের সেরা একজন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন রোহিত। এখনও দলকে অনেক কিছু দেয়ার আছে এই ভারতীয় তারকার।

এবি ডি ভিলিয়ার্স বলেন, বাকি অধিনায়কদের তুলনায় রোহিতের জয়ের হার দেখুন, প্রায় ৭৪ শতাংশ। আগের যে কোনো অধিনায়কের চেয়ে অনেক বেশি। এভাবে চলতে থাকলে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে সে।

তিনি আরও বলেন, আর কেনই বা সে অবসর নেবে? শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও তার রেকর্ড দারুণ। ফাইনালে তার ৮৩ বলে ৭৬ রানের সেই ইনিংস ভারতকে দারুণ সূচনা দিয়েছে এবং সাফল্যের ভিত গড়ে দিয়েছে। সর্বোচ্চ চাপে থাকার পরও সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। রোহিত শর্মার অবসর নেওয়ার কোনো কারণ নেই। তার কোনো ধরনের সমালোচনায় কান দেওয়ার দরকার নেই।

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর নিজের অবসরের সব গুজব উড়িয়ে দেন রোহিত। জানান, এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি।

প্রসঙ্গত, ভারতীয় বেশকিছু গণমাধ্যম বলছে, ২০২৭ বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছেন রোহিত। সেটি হলে আরও এক আইসিসি ইভেন্টে দলের নেতৃত্বে দেখা যেতে পারে এই তারকাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়