শিরোনাম
◈ র‍্যাবকে ‘অতীত ভুলে’ নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতা সহ নিহত ২৭ ◈ সংশোধন করা হলো শিক্ষাপ্রতিষ্ঠানের শপথবাক্য ◈ আমকে বিদেশি নাগরিক বলা হলে কাল তো তারেক রহমানকেও বলবে: খলিলুর রহমান (ভিডিও) ◈ বাবর-রিজওয়ান ও শাহীনকে বাদ দি‌য়ে বাংলাদেশের বিরু‌দ্ধে পাকিস্তান দল ঘোষণা ◈ ভারতের প্রো কাবাডি লি‌গের নিলামে বাংলাদেশের ১০ খেলোয়াড় ◈ চামড়া সংরক্ষণে মাদরাসা-এতিমখানাকে ৩০ হাজার টন লবণ দেবে সরকার ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান, করিডর নিয়ে কোনও আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (ভিডিও) ◈ এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা  ◈ শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন (ভিডিও)

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ১২:৩৫ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুকের ওপর মোদির ছবি নিয়ে কানে হাজির অভিনেত্রী

রেড কার্পেটে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়ে সবার নজর কেড়েছেন অভিনেত্রী রুচি গুজ্জর। ঐতিহ্যবাহী রাজস্থানি ব্রাইডাল লুকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি, তবে তার গলার নেকলেসটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। আর কান চলচ্চিত্র উৎসবেও এটি ভিন্নমাত্রা যোগ করে। 

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি কাস্টমাইজড নেকলেস পরেছিলেন রুচি, যা উৎসবে এক নতুন মাত্রা যোগ করেছে।

রুচি গুজ্জর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রেড কার্পেটের সেই লুকের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেত্রী এটিকে ‘অত্যন্ত গর্বের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

গোল্ডেন রঙের জমকালো লেহেঙ্গায় রুচিকে দেখা গেছে ঐতিহ্যবাহী রাজস্থানি সাজে। তার পোশাকটি ডিজাইন করেছেন রূপা শর্মা, যেখানে ছোট ছোট কাচ এবং সূক্ষ্ম সুতার কারুকাজ নজর কেড়েছে।

পোশাকের সাথে মানানসই রুচিসম্মত বাঁধনির ওড়না তার সাজে এনেছে এক অন্যরকম পূর্ণতা।
কান-এ এমন ব্যতিক্রমী লুক প্রসঙ্গে রুচি বলেন, ‘এই নেকলেসটি আমার কাছে কেবল গয়না নয়, এটি বিশ্বস্তরে ভারতের উত্থানের প্রতীক। কান-এ এটি পরে আমি আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে চেয়েছিলাম, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।’

তার কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বজুড়ে ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন।

আমি সেই গর্ব আমার সঙ্গে বয়ে বেড়াতে চেয়েছিলাম। কান-এ রাজস্থান এবং ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য কেবল একটি স্মরণীয় মুহূর্ত নয়, এটি গোটা বিশ্বের কাছে নিজের দেশ সম্পর্কে দেওয়া একটি বার্তা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়