শিরোনাম
◈ ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি ◈ শতাধিক কারখানা বন্ধ, বিপাকে ৬০ হাজার শ্রমিক ◈ ডেনিম এক্সপোর ১৮তম আসর শুরু সোমবার ◈ টেকসই উন্নয়নে সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার ◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে  ◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ  ◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইসিসি যেন ভারতীয় ক্রিকেট বোর্ড: অ্যান্ডি রবার্টস

স্পোর্টস ডেস্ক : ভারতকে নিয়ে এখনো চলছে সমালোচনা। চ্যাম্পিয়নস ট্রফিতে কেবল একটি ভেন্যুতে ভারতের ম্যাচ আয়োজন নিয়ে এই সমালোচনার সৃষ্টি। এবার এই তালিকায় যোগ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার অ্যান্ডি রবার্টস চ্যাম্পিয়ন দলটির এই সুবিধা পাওয়াকে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন।

প্রায় আট বছর পর মাঠে গড়ানো এবারের চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক ছিলো পাকিস্তান। কিন্তু ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত সেটি হাইব্রিড মডেলে রূপ নেয় এবং রোহিত শর্মার দল ফাইনালসহ তাদের সব ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলে। সেখানে টানা পাঁচ ম্যাচ জিতে টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়নও হয় তারা। অলআউট স্পোর্টস

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির কঠোর সমালোচনা করে রবার্টস বলেন, কিছু তো বদলাতেই হবে, ভারত সব কিছু পেতে পারে না। আইসিসির উচিত কখনও কখনও ভারতকে ‘না’ বলা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত আগেই জেনে গিয়েছিল তাদের সেমিফাইনাল কোথায় হবে (গায়ানায়)। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে কোনো ভ্রমণই করতে হয়নি। একটি টুর্নামেন্টে একটি দল কীভাবে এক জায়গাতেই খেলে যেতে পারে?

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৮৯ আন্তর্জাতিক উইকেট নেওয়া এই পেসারের মতে, আট দলের এই টুর্নামেন্টে অন্য দলগুলোকে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে হলেও ভারত একই জায়গায় খেলে সুবিধা পেয়েছে, যা টুর্নামেন্টে বৈষম্যের সৃষ্টি করে।

এটা ন্যায্য নয়, এটা ক্রিকেট নয়। সমান সুযোগ থাকতে হবে। আমি জানি, ভারতের কাছ থেকে অনেক অর্থ আসে। কিন্তু ক্রিকেট একদেশীয় খেলা হয়ে যাওয়া উচিত নয়। এখন এটি এক দেশের প্রতিযোগিতার মতো লাগছে, যেখানে সবার জন্য সমান সুযোগ নেই।

আমার দৃষ্টিতে, আইসিসি মানে হলো ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতই সবকিছু নিয়ন্ত্রণ করে। যদি ভারত কাল বলে ‘নো-বল ও ওয়াইড বল থাকবে না’, বিশ্বাস করুন, আইসিসি সেটারও কোনো না কোনো ভাবে ভারতকে সন্তুষ্ট করবে।

দুইবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির মন্তব্যের আগেই তার সাবেক সতীর্থ ভিভিয়ান রিচার্ডসও একই ধরনের অভিযোগ তুলেছিলেন। আমি রাজনীতি আনতে চাই না। তবে আমি মনে করি খেলাটির নিয়ন্ত্রক ও পরিচালনার দায়িত্বে থাকা আইসিসিরই মনে হয় কোনো সমস্যা আছে। আমি চাই তারা উত্তর দিক, কেন? তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে এখন কেন এমনটা ঘটছে?

অন্যদিকে টুর্নামেন্টের শুরু থেকেই দুবাইয়ে ভারতের সব ম্যাচ হওয়াকে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা বাড়তি সুবিধা হিসেবে দেখে আসছেন। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে দলটির হেড কোচ গৌতম গম্ভীর দাবি করেন, তারা কোনো বাড়তি সুবিধা পাননি। তার দল ভিন্ন মাঠে অনুশীলন করে ম্যাচ খেলেছে। তার কথার সূরে সূর মেলান দলটির ব্যাটিং কোচও। অবশ্য একই মাঠে সব ম্যাচ খেলায় সুবিধা পাওয়ার বিষয়টি স্বীকার করেন দলটির পেসার মোহাম্মদ শামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়