শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইসিইউতে আছে পাকিস্তানের ক্রিকেট: শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের দল ঘোষণা নিয়েও আছে সমালোচনা। সব মিলিয়ে দেশটির ক্রিকেট এখন আইসিইউতে আছে বলে মন্তব্য করেছেন সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের খেলা দুটি ম্যাচেই হারে পাকিস্তান। পারফরম্যান্সও ছিল হতাশাজনক। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে বড় পরিবর্তন আনে দেশটি। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞরা বাদ পড়েন দল থেকে।

তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর থেকে দলের বাইরে থাকা শাদাব খানকে ফেরায় পাকিস্তান। এমনকি তাকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্বও। এই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আফ্রিদি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার বলেন, কোন ভিত্তিতে তাকে দলে ফেরানো হয়েছে? ঘরোয়া ক্রিকেট বা অন্য কোথাও তার এমন কী পারফরম্যান্স আছে যে তাকে আবারও দলে নেওয়া হলো? আমরা সবসময় প্রস্তুতির কথা বলি, কিন্তু কোনো টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার পর কথা হয় বড় পরিবর্তনের। বাস্তবতা হলো, পাকিস্তান ক্রিকেট ভুল সিদ্ধান্তের কারণে আইসিইউতে রয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অব্যবস্থাপনার কড়া সমালোচনা করে আফ্রিদি জানান, ঘন ঘন অধিনায়ক ও কোচ পরিবর্তনের কারণে দলের উন্নতি হচ্ছে না।

বোর্ডের সিদ্ধান্ত ও নীতিতে কোনো ধারাবাহিকতা নেই। আমরা বারবার অধিনায়ক, কোচ বা খেলোয়াড় বদলাই, কিন্তু শেষ পর্যন্ত বোর্ড কর্মকর্তাদের জবাবদিহির কী হয়? ক্যাপ্টেন ও কোচদের মাথার ওপর যদি সবসময় অনিশ্চয়তার তলোয়ার ঝুলতে থাকে, তাহলে ক্রিকেট কিভাবে এগোবে?

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করলেও তার ক্রিকেট জ্ঞানের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেন, তিনি পাকিস্তান ক্রিকেটের উন্নতি চান, তবে শেষ পর্যন্ত তাকে পরামর্শের ওপর নির্ভর করতে হয়। আমি তাকে বলেছি, তিনটি কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তাকে একটি বিষয়ে মনোযোগ দেওয়া উচিত, কারণ পিসিবি চেয়ারম্যান হওয়া একটি পূর্ণকালীন দায়িত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়