শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০২:০৬ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদউল্লাহর বিদায়ে তামিমের আবেগঘন বার্তা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেয়ার পর এবার ওয়ানডে থেকেও সরে দাঁড়ালেন তিনি। ফলে বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

বুধবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। তিনি লিখেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।

তার এই বিদায়ে স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন রিয়াদ ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠ ও মাঠের বাইরে আপনি আমাদের অনেকের অনুপ্রেরণা। আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার স্মৃতিগুলো মনে পড়বে। দেশের ক্রিকেটে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা।

২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ওয়ানডেতে তিনি খেলেছেন ২৩৯ ম্যাচ, যেখানে ৩৬ গড়ে করেছেন ৫ হাজার ৬৮৯ রান। ৩২টি ফিফটি এবং ৪টি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। এছাড়া বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।

টেস্ট ক্যারিয়ারে ৫০ ম্যাচে ৩২.৭৮ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান, যেখানে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১৬টি ফিফটি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন মাহমুদউল্লাহ। ১৪১ ম্যাচে ২৩.৭১ গড়ে করেছেন ২ হাজার ৪৪৪ রান এবং নিয়েছেন ৪১ উইকেট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়