শিরোনাম
◈ প্রতি মাসে গড়ে ৮০-৮৫ মিলিয়ন ডলার বিল পরিশোধ করছে বিপিডিবি ◈ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০২:০৬ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদউল্লাহর বিদায়ে তামিমের আবেগঘন বার্তা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেয়ার পর এবার ওয়ানডে থেকেও সরে দাঁড়ালেন তিনি। ফলে বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

বুধবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। তিনি লিখেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।

তার এই বিদায়ে স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন রিয়াদ ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠ ও মাঠের বাইরে আপনি আমাদের অনেকের অনুপ্রেরণা। আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার স্মৃতিগুলো মনে পড়বে। দেশের ক্রিকেটে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা।

২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ওয়ানডেতে তিনি খেলেছেন ২৩৯ ম্যাচ, যেখানে ৩৬ গড়ে করেছেন ৫ হাজার ৬৮৯ রান। ৩২টি ফিফটি এবং ৪টি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। এছাড়া বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।

টেস্ট ক্যারিয়ারে ৫০ ম্যাচে ৩২.৭৮ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান, যেখানে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১৬টি ফিফটি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন মাহমুদউল্লাহ। ১৪১ ম্যাচে ২৩.৭১ গড়ে করেছেন ২ হাজার ৪৪৪ রান এবং নিয়েছেন ৪১ উইকেট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়