শিরোনাম
◈ ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় রাতভর গোলাগুলি ◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন ◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত! ◈ খুনি পালায়, ট্রাইব্যুনাল পিছায়, পাসপোর্ট হয় বাসায়: হাসনাত আব্দুল্লাহ ◈ ভারতের ৭ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান (ভিডিও) ◈ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, ইমিগ্রেশন বলছে ‘কোনো নিষেধাজ্ঞা ছিল না’

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিকালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত - নিউজিল্যান্ড মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : ভারত ও নিউজিল্যান্ড দুই দলই আজ রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দুবাইয়ে ফাইনাল খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। চলমান এই আসরে ভারত এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। 

অপরদিকে নিউজিল্যান্ড একটিমাত্র ম্যাচ হেরেছে, সেটি আবার ভারতের বিপক্ষেই গ্রুপ পর্বে। তাই টুর্নামেন্টের সেরা দুই দলের মধ্যেই হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনাল ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উল্লেখ করে নিউজিল্যান্ডকে সমীহ করেই মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রীর বিশ্বাস, ফাইনালে পাশার দান উলটে দেয়া সম্ভব নিউজিল্যান্ডের পক্ষে। তার মতে, ভারত ফাইনালে ফেবারিট হলেও নিউজিল্যান্ডের চমক দেখানোর ক্ষমতা আছে।  আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেন, যদি এমন একটি দল থাকে যারা ভারতকে হারাতে পারে, তবে তা নিউজিল্যান্ড। ভারত ফেবারিট হিসেবে শুরু করবে, তবে খুব সামান্য ব্যবধানে। 

ফাইনালের সেরা খেলোয়াড় হবেন কে, এমন প্রশ্নের জবাবে শাস্ত্রী বেছে নিতে চাইলেন কোনো অলরাউন্ডারকে। তিনি বলেন, আমি ম্যাচসেরা হিসেবে একজন অলরাউন্ডার বেছে নেব। আমি বলব, অক্ষর প্যাটেল বা রবীন্দ্র জাদেজা ভারত থেকে। নিউজিল্যান্ডের দিক থেকে, আমি মনে করি গ্লেন ফিলিপসের কিছু করার আছে। তিনি ফিল্ডিংয়ে দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিতে পারেন, ৪০-৫০ রানের ক্যামিও ইনিংস খেলতে পারেন এবং এক-দুটি উইকেট নিয়ে চমকে দিতে পারেন।

এছাড়া শাস্ত্রী মনে করছেন, ভিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র ফাইনালে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। তাদের ফর্ম ফাইনালের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলেন, যখন কোহলি কিংবা উইলিয়ামসনের মতো খেলোয়াড়রা ছন্দে থাকেন, তখন তারা প্রতিপক্ষের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়