শিরোনাম
◈ ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় রাতভর গোলাগুলি ◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন ◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত! ◈ খুনি পালায়, ট্রাইব্যুনাল পিছায়, পাসপোর্ট হয় বাসায়: হাসনাত আব্দুল্লাহ ◈ ভারতের ৭ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান (ভিডিও) ◈ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, ইমিগ্রেশন বলছে ‘কোনো নিষেধাজ্ঞা ছিল না’

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচের আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়াথ 

স্পোর্টস ডেস্ক : রোববার (৯ মার্চ) দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচ। ভারত ও নিউজিল্যান্ড এদিন পরস্পরের মোকাবিলা করবে। ফাইনাল ম্যাচে আম্পয়ারের দায়িত্ব পালন করবেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ। দুজনই আইসিসির এমিরেটস এলিট প্যানেলভুক্ত আম্পায়ার এবং ইতিমধ্যেই সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন।

ইলিংওয়ার্থ ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্বে ছিলেন, যেখানে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে। অন্যদিকে, পল রাইফেল নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে দায়িত্ব পালন করেন, যেখানে ব্ল্যাক ক্যাপসরা ৫০ রানে জয়ী হয়।

চারবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়ার্থ এর আগে ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া, চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও তিনি ছিলেন অন-ফিল্ড আম্পায়ার।

ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন রঞ্জন মাদুগালে। যিনি আইসিসির এলিট প্যানেলের অন্যতম অভিজ্ঞ সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়