শিরোনাম
◈ ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় রাতভর গোলাগুলি ◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন ◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত! ◈ খুনি পালায়, ট্রাইব্যুনাল পিছায়, পাসপোর্ট হয় বাসায়: হাসনাত আব্দুল্লাহ ◈ ভারতের ৭ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান (ভিডিও) ◈ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, ইমিগ্রেশন বলছে ‘কোনো নিষেধাজ্ঞা ছিল না’

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ০৩:০২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটার স্বামীর অবসর নিয়ে ফেসবুকে স্ত্রীর প্রচারণা

স্পোর্টস ডেস্ক : ক’দিন আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এ তথ্য ক্রিকেট দুনিয়ায় সবাই জানে। তার স্ত্রী কিংবা পরিবারের কোনো সদস্য এনিয়ে কোনো পোস্ট দেননি। ক্রিকেট বিশ্বের কোনো খেলোয়াড় অবসরে গেলে তা নিয়ে তার স্ত্রী কিংবা পরিবারের কোনো সদস্য ফেসবুকে পোস্ট দিতে দেখা যায় না। ব্যতিক্রম কেবল বাংলাদেশ। 

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা মুশফিকুর রহিম অবসরে গেছেন। তিনি নিজেই জানিয়েছে ফেসবুকে। এরপর তার স্ত্রী স্ট্যাটাস যেনো নজর কেড়েছে মুশফিক ভক্তদের। নেতিবাচক সমালোচানা মুশফিকের স্ত্রীর স্ট্যাটাস নিয়ে।  

মুশফিকুর রহিমের বিদায়ে আবেগঘন বার্তায় স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি তুলে ধরলেন পরিশ্রমের কথা। সমালোচকদের কাছেও করলেন অনুরোধ।  

বুধবার (৫ মার্চ) রাত ১১টায় ফেসবুক পোস্টে নিজের অবসরের কথা জানান মুশফিক। ওয়ানডে থেকে অবসর নিয়ে আজ অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন তিনি। ঠিক তখনই আবেগঘন পোস্ট দিলেন তার স্ত্রী।  

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহ। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে!! কখনোই নিজের জন্য খেলোনি তুমি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। ওযু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করত না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য। 

পরিবারের কাছে মুশফিকের গ্রহনযোগ্যতার পাশাপাশি ত্যাগ ও কীর্তির কথা তুলে ধরেন জান্নাতুল। তিনি বলেন, ‘তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমার দারুণ পছন্দ করে। আশা করি শাহরোজ তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে। জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখনও পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট। বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুক।

সমালোচকদের প্রতি একটি বার্তায় মুশফিকের স্ত্রী বলেছেন, সবশেষে, দুনিয়াকে আমি এটা বলব, কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য। আমরাও মানুষ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়