শিরোনাম
◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত! ◈ খুনি পালায়, ট্রাইব্যুনাল পিছায়, পাসপোর্ট হয় বাসায়: হাসনাত আব্দুল্লাহ ◈ ভারতের ৭ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান (ভিডিও) ◈ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, ইমিগ্রেশন বলছে ‘কোনো নিষেধাজ্ঞা ছিল না’ ◈ পাকিস্তানের ‘ভূপাতিত করা’ ৫ ভারতীয় যুদ্ধবিমানের দাম কত? যা জানাগেল ◈ সাইবার অপরাধ বাড়ছে, শীর্ষে সোশ্যাল মিডিয়া

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবর ও রিজওয়ান ছাড়াই পাকিস্তান টি-টোয়েন্টি দল 

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে ওয়ানডে সিরিজের দলে জায়গায় হয়নি শাহিন শাহ আফ্রিদির। মঙ্গলবার (৪ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি- টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে সালমান আলী আগাকে। তবে ওয়ানডে দলের নেতৃত্ব থাকছে রিজওয়ানের কাছেই। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজের আগে এই দুই ফরম্যাটের অধিনায়ক হিসেবে রিজওয়ানকে নিয়োগ দিয়েছিল পিসিবি। এই উইকেটকিপার-ব্যাটারের অধীনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতলেও টি টোয়েন্টি সিরিজে কোনো জয় পায়নি পাকিস্তান।

টি-টোয়েন্টিতে বাবরের সবশেষ ফিফটি আসে গত বছর মে মাসে। এরপর খেলা বেশির ভাগ ইনিংসে ব্যাট হাতে ভালো শুরু পেলেও রান তুলতেন ধীরগতিতে। অন্যদিকে ওয়ানডে দল থেকে বাদ পড়লেও সফরের টি টোয়েন্টি দলে আছেন শাহিন। বল হাতে সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই এই বাঁহাতি পেসার। চলতি বছর খেলা পাঁচ ওয়ানডেতে ৮ উইকেট পেলেও রান বিলিয়েছেন দু’হাত ভরে।  আগামী ১৬ মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে দু’দলের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ মার্চ।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: সালমান আলী আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আব্দুল সামাদ, ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, উসমান খান।

পাকিস্তান ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তাইয়াব তাহির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়