শিরোনাম
◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০৮ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের যুবাদের কাছে ২০২ রানে অলআউট বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ব্যাটাররা চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি। এদিন সৌম্য সরকারের পাশাপাশি লড়েছেন মেহেদি হাসান মিরাজ। শেষদিকে তানজিম হাসান সাকিবের ব্যাট থেকেও আসে কিছু রান। তবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ফিফটির দেখা পায়নি কেউই।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ৩৮.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ফেলে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ। ২০২ রানে শেষ হয় তাদের ইনিংস।

তৃতীয় বলে তানজিদ হাসান তামিমকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। তিনে নেমে নাজমুল হাসান শান্ত সঙ্গ দেন সৌম্য সরকারকে। যদিও ধীরগতিতে ব্যাট চালাতে থাকেন তিনি। তবুও টেকেননি বেশিক্ষণ। ২১ বলে ১২ রান করে ফেরেন সাজঘরে। সৌম্যর কপাল পুড়ে রান আউটে। ৩৮ বলে ৩৫ রান করেন তিনি।  

চারে নামা মিরাজ একপ্রান্তে লড়াই চালান। অপরপ্রান্তে তাওহীদ হৃদয় এসে যোগ করেন ২০ রান। এরপর মুশফিকুর রহিম ৭ রান করে উসামা মিরের শিকার হন। পাকিস্তানি এই বোলার শিকার করেন মিরাজকেও। দলের হয়ে ৫৩ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন এই ব্যাটার। আটে নেমে ব্যর্থ হন জাকের আলি। স্রেফ ৪ রান করেন তিনি। রিশাদের ব্যাট থেকে আসে ১৪ রান। 

নয়ে নেমে তানজিম সাকিব কিছুক্ষণ লড়াই চালান। ২৭ বলে ৩০ রান করেন তিনি। শেষদিকে নাসুম আহমেদের ব্যাট থেকে আসে ১৫ রান। আর ৭ বলে ৪ রান করে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। পাকিস্তানের পক্ষে ৪ উইকেট নেন উসামা। তিনটি উইকেট নেন মুবাসসির খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়