শিরোনাম
◈ উপদেষ্টা মাহফুজের মাথায় কিভাবে বোতল পড়ল, যা বললেন সেই শিক্ষাথী ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলা‌দেশ পা‌বে ৮ কো‌টি ৭৫ লাখ টাকা ◈ ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী পুশ-ইন,  কুড়িগ্রামে আটক ৫ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ ◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৯ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলের সেরা ক্রিকেটারের পুরষ্কার পেলেন মেহেদী হাসান মিরাজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ  বিপিএলে দুর্দান্ত খেলেছেন। তার দল খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে কম চেষ্টা করেননি। কিন্তু সফল হননি। বিপিএলে তৃতীয় হয়েছে তার দল। তবে টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার পেয়েছেন খুলনা অধিনায়ক মিরাজ। এবারের বিপিএলের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। 

খুলনার হয়ে ১৪ ম্যাচে ২৭.৩০ গড়ে ৩৫৫ রান করেছেন মিরাজ। সেই সাথে ১৩টি উইকেট শিকার করেছেন খুলনা অধিনায়ক। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলারই পুরস্কার পেয়েছেন মিরাজ।

টুর্নামেন্ট সেরার দৌড়ে মিরাজ ছাড়াও ছিলেন তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈম শেখ। টানা দ্বিতীয় বারের মতো ফরচুন বরিশালকে বিপিএলের শিরোপা জিতিয়েছেন তামিম। দলকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। শুধু অধিনায়কত্ব নয়, ব্যাট হাতেও ভালো করেছেন তামিম। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন সেরা পাঁচে।

এদিকে ৫১১ রান করে টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ছিলেন নাঈম। তবে তাকে টপকে তার সতীর্থ মিরাজ জিতলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। বাংলাদেশি টাকায় ১০ লক্ষ টাকা পেয়েছেন মিরাজ। ফাইনালে ৫৪ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড় হয়েছেন তামিম। এছাড়াও ৪৮৫ রান করা তানজিদ হাসান তামিম জিতেছেন ইমার্জিং প্লেয়ারের পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়