শিরোনাম
◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪২ সকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন দল যাবে বিপিএলের প্লে-অফে? রাজশাহী না খুলনা, ফয়সালা আজ

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুটি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। এরপর শুরু হবে প্লে-অফের লড়াই। ইতোমধ্যে তিনটি দল প্লে-অফ নিশ্চিত করেছে। অপেক্ষা কেবল আর একটি দলের। সেই শেষ স্থান নিশ্চিত করার দৌড়ে রয়েছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স।

ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং চিটাগং কিংস ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে। ফলে এখন একমাত্র বাকি থাকা স্থানের জন্য লড়াই করছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। তবে চমকপ্রদ বিষয় হলো, এই দুটি দলের ভাগ্য এখন নির্ভর করছে ঢাকা ক্যাপিটালসের ওপর, যারা ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

দুর্বার রাজশাহী তাদের নির্ধারিত ১২টি ম্যাচ ইতোমধ্যে খেলে ফেলেছে। ৬ জয় ও সমান হারে ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। তবে তাদের আর কোনো ম্যাচ বাকি নেই। তাই তাদের প্লে অফ নিশ্চিত করতে হবে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে।

এই ম্যাচে যদি ঢাকা ক্যাপিটালস জয় পায়, তাহলে দুর্বার রাজশাহী হবে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা দল। তবে ঢাকার বিপক্ষে যদি খুলনা টাইগার্স জয়ী হয়, তাহলে খুলনা টাইগার্স পয়েন্ট টেবিলে রাজশাহীর সমান ১২ পয়েন্ট অর্জন করবে এবং রানরেটের কারণে প্লে-অফ নিশ্চিত করবে খুলনা।

বর্তমানে রাজশাহী কিংসের রানরেট -১.০৩০, অন্যদিকে খুলনা টাইগার্সের রানরেট ০.০৫০। তাই যদি খুলনা টাইগার্স আগামী ম্যাচে জয়ী হয়, তবে তারা রানরেটের সুবিধা নিয়ে প্লে অফে জায়গা করে নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়