শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ক্রিকেটে ১ বলে ২ উইকেটসহ যতো অদ্ভুত নিয়ম আসতে পারে

স্পোর্টস ডেস্ক : কিছু নতুন অদ্ভুত নিয়ম চালু করার প্রস্তাবনা উঠেছে  অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) পরবর্তী আসরে। এসব নিয়মের মাধ্যমে খেলার গতিকে দ্রুত করা, ক্রিকেটারদের ওয়ার্কলোড কমানো এবং টুর্নামেন্টের মান উন্নয়ন করাই লক্ষ্য। আন্তর্জাতিক ফরম্যাটে খেলা ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনায় অদ্ভুত নিয়মগুলোর প্রস্তাব এসেছে। - দ্য সিডনি মর্নিং হেরাল্ড/ চ্যানেল২৪

বিগ ব্যাশের ১৪তম আসর এখন শেষ মুহূর্তে, যেখানে আগামী ২৭ জানুয়ারি হোবার্ট হারিকেন্স ও সিডনি থান্ডার ফাইনালে মুখোমুখি হবে। তার মধ্যেই পরবর্তী আসরের জন্য কিছু নতুন নিয়মের প্রস্তাব এসেছে, যার মধ্যে রয়েছে-

ডাবল প্লে রুল-এক বলেই দুই ব্যাটার আউট করার নিয়ম। যদি দুটি ব্যাটার একই সময়ে ক্রিজের বাইরে থাকেন, তাহলে একটি বলেই দুই উইকেট ভেঙে দিলে দু’জনই আউট হয়ে যাবেন। এটি একেবারে নতুন এবং আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায় না।

ডেজিগনেটেড হিটার-এই নিয়মে একটি দলকে একটি নির্দিষ্ট ক্রিকেটারকে নির্বাচন করতে হবে যিনি শুধু ব্যাটিং করবেন, ফিল্ডিং করবেন না। তার বদলে অন্য ফিল্ডারকে নামানো যাবে। এই নিয়মে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য সময় বাড়ানো হবে, যাতে তারা শুধু ব্যাটিং বা বোলিং করে আরও বেশি সময় দিতে পারেন।

টানা ১২ বল বোলিং-ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগের মতো, বিগ ব্যাশেও একটি নিয়ম আসতে পারে যেখানে কোনো বোলারকে টানা ১২ বল (২টি ওভার) করতে দেয়া হবে। এতে ম্যাচের গতিও বাড়বে এবং ফিল্ড সেট-আপে পরিবর্তন কম হবে।

মেডেন ওভারের নিয়মে পরিবর্তন-নতুন নিয়মে, যদি কোনো বোলার একটি মেডেন ওভার (৬ বল ডট) দেন, তবে তিনি সেই ওভার শেষে ব্যাটারকে আউট ঘোষণা করতে পারবেন। এছাড়া, মেডেন ওভার দিয়ে বোলার একটি অতিরিক্ত (৫ম) ওভারও করতে পারবেন।

এসব প্রস্তাবিত নিয়ম এখনও চূড়ান্ত হয়নি, তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আগামী মৌসুমে এগুলো নিয়ে আরও আলোচনা করতে যাচ্ছে। এই পরিবর্তনগুলো যদি কার্যকর হয়, তবে বিগ ব্যাশ লিগে নতুন দিক যুক্ত হতে পারে, যা লিগের গুণমান এবং জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়