শিরোনাম
◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ ◈ গেজেট হলেই ৬১ আসনের সীমানা নির্ধারণ: ইসি সচিব ◈ ভারতের হামলার জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তান সেনাবাহিনী ◈ ভারত-পাকিস্তান যু‌দ্ধের কার‌ণে চলমান আইপিএল বন্ধ হ‌বে না:  বিসিসিআই ◈ ‌ক্রিকেট দ‌লের পা‌কিস্তান সফর নি‌য়ে বিপা‌কে প‌ড়ে‌ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ◈ ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন সাবেক ডিবিপ্রধান রেজাউল মল্লিক ◈ কিছু মৌলিক জায়গায় আমাদের ঐকমত্যে আসতে হবে : অধ্যাপক আলী রীয়াজ ◈ ভারত-পাকিস্তান সংঘাতে বাংলাদেশে প্রভাব পড়বে না: খলিলুর রহমান ◈ চলমান ভারত পাকিস্তান যুদ্ধ: বাংলাদেশগামী ৩ আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বের প্রথম ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদের বিলিয়ন ইউরো আয়

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ফুটবল বিশ্বের প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে এক বিলিয়ন বা একশ কোটি ইউরো আয় করার রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে সবচেয়ে বেশি আয় করা ফুটবল ক্লাবগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে ক্লাবটি।

যুক্তরাজ্যভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ডেলয়েট জানায়, ২০২৩-২৪ মৌসুমে ১০৪ কোটি ৫৫ লাখ ইউরো আয় করেছে রিয়াল। এই অর্থ আয় করে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এসেছে ক্লাবটি। ২০২২-২৩ মৌসুমে রিয়ালের আয় ছিল ৮৩ কোটি ১০ লাখ ইউরো। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগাসহ তিনটি শিরোপা ঘরে তোলে মাদ্রিদের ক্লাবটি। এছাড়াও ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ের সংস্কার কাজের পর ম্যাচের দিনের আয়ও তাদের বেড়েছে। সব মিলিয়ে আয়ের দিক দিয়ে সব ক্লাবকে ছাড়িয়ে গেছে তারা।

ডেলয়েটের হিসেব মতে, ম্যাচের দিন থেকে পাওয়া রিয়ালের আয় দ্বিগুণ হয়ে বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৮০ লাখ ইউরোতে। এছাড়াও জার্সিতে নতুন স্পন্সর, ক্লাবের জার্সি ও অন্যান্য পণ্যের বিক্রি বেড়ে ১৯ শতাংশ হয়েছে। এখান থেকে তারা আয় করেছে ৪৮ কোটি ২০ লাখ ইউরো।

প্রতিবেদনটি আরও জানানো হয়, ২০২৩-২৪ মৌসুমে আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ ২০ ক্লাব মোট ১ হাজার ১২০ কোটি ইউরো আয় করেছে, যা এক মৌসুমে সর্বোচ্চ।

গত মৌসুমে এই তালিকার শীর্ষে থাকা সিটি এবার আয় করেছে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ অর্থ। ইংলিশ ক্লাবটির আয় ৮৩ কোটি ৮০ লাখ ইউরো। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে তাদের আয়ের পার্থক্য ২০ কোটি ৮০ লাখ ইউরো। এবারই প্রথম আয়ের দিক দিয়ে শীর্ষ দুটি ক্লাবের মধ্যে এত পার্থক্য দেখা দিয়েছে।

৮০ কোটি ৬০ লাখ ইউরো আয় নিয়ে তিন নম্বরে আছে পিএসজি। চারে আছে দীর্ঘদিন ধরে হতাশাজনক মাঠের পারফরম্যান্স করে চলা ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের আয় ৭৭ কোটি ১০ লাখ ইউরো। ৭৬ কোটি ৫০ লাখ ইউরো আয় করে নম্বরে আছে বায়ার্ন মিউনিখ। আর রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ৭৬ কোটি ইউরো আয় করে আছে তালিকার ষষ্ঠ স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়