শিরোনাম
◈ শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ১২:০৫ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

যে সব দলের নিশ্চিত হলো চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব 

স্পোর্টস ডেস্ক : ছত্রিশ দলের নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে বেড়ে গেছে ম্যাচের সংখ্যা। দলগুলো এবার চিরাচরিত ৬ ম্যাচের হোম অ্যান্ড অ্যাওয়ে গ্রুপ পর্বের পরিবর্তে প্রথম রাউন্ড খেলছে ভিন্ন দলের বিপক্ষে আটটি ম্যাচ। 

এই আট ম্যাচের লিগ পদ্ধতির প্রথম পর্বের শেষ শুরু হবে নকআউট পর্ব। ৩৬ দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউট পর্বে। যাদের আবার প্রথম আটটি দল সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম, এই ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে শেষ ষোলোতে।

ইতোমধ্যে সবগুলো দলই  সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে। এদের মধ্যে এখন পর্যন্ত লিভারপুল ও বার্সেলোনা নিশ্চিত করে ফেলেছে সরাসরি শেষ ষোলো খেলা। মঙ্গলবার পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল লিভারপুল-বার্সেলোনাসহ ১১ দলের। বুধবার (২২ জানুয়ারি) রাতে অন্তত প্লে-অফ পর্ব খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদসহ আরও সাতটি দল।

অন্য দিকে বিপদে পড়ে গেছে ম্যানচেস্টার সিটি। পিএসজির কাছে হেরে সেরা ২৪-এর বাইরে চলে গেছে পেপ গার্দিওলার দল। সিটিকে হারালেও এখনো প্লে-অফ নিশ্চিত হয়নি পিএসজির। আগামী ৩০ জানুয়ারি হবে লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ।

শেষ ষোলো নিশ্চিত : লিভারপুল ও বার্সেলোনা
অন্তত প্লে-অফ নিশ্চিত : আর্সেনাল, অ্যাস্টন ভিলা, আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ব্রেস্ত, সেল্টিক, বরুসিয়া ডর্টমুন্ড, ফেইনুর্ড, ইন্টার মিলান, জুভেন্টাস, লেভারকুসেন, লিল, এসি মিলান, মোনাকো ও রিয়াল মাদ্রিদ।

অপেক্ষা আরও ছয় দলের। যা নিশ্চিত হবে ৩০ জানুয়ারির ম্যাচের মধ্য দিয়ে। প্রথম পর্ব থেকেই বিদায় : বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা,স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়