শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১২:২১ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন কোথায়

দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আজ থেকে ঠিক একমাস পর আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টটির এবারের আসর। আয়োজক পাকিস্তান হওয়ায় এবারও হাইব্রিড মডেলে মাঠে গড়াবে আট দলের টুর্নামেন্টটি। 

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ১০ মার্চ। ভারত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ও নিউজিল্যান্ড আছে গ্রুপ ‘এ’তে। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

ভারত-পাকিস্তানের সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু।

পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না এ কারণে হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ছাড়াও টুর্নামেন্টের ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এই শহরেই।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার মহারণ হবে ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি মাঠে গড়াবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। গ্রুপপর্ব চলবে ২ মার্চ অব্দি। এরপর ৪ ও ৫ মার্চ দুটি সেমি-ফাইনাল আর ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ সূচি

তারিখ           প্রতিপক্ষ          ভেন্যু
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি

বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়